একটি কলম ১১ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হয়। কলমটির ক্রয়মূল্য কত?
১০% সুদে ৩০০০ টাকার ৩ বছরের সরল সুদে সুদাসলে মোট কত টাকা হবে?
একটি আয়তক্ষেত্রের একটি বাহু ১২ মিটার ও অন্য বাহু ১০ মিটার হলে, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল (আয়তন) কত?
যোগ করুন। ২৭+২৩+১০=?
বিয়োগ করুন। ১০০০০-৯৯৯৯=?
কথায় লিখুন: ২৩৫৭০
অঙ্কে লিখুন: বার হাজার পাঁচশত দশ
করিম সাহেব ১০০০ টাকা নিয়ে বাজারে গিয়ে ৩০০ টাকার মাছ, ৭৩ টাকার সবজি ও ১২৯ টাকার ফল কিনলেন। বাজার শেষে করিম সাহেবের কাছে আর কর্ত টাকা অবশিষ্ট থাকবে?'
১০০ টাকার ১ বছরের সুদ ২০ টাকা হলে ১০০০ টাকার ২ বছরের সুদ কত হবে?
আড়াই ফুটে কত ইঞ্চি?
একটি বর্গক্ষেত্রের একটি বাহু ১০ মিটার হলে, বর্গক্ষেত্রটির আয়তন কত?
জনাব 'ব' এর মূল বেতন ১৪,০০০ টাকা। তিনি প্রতি মাসে মূল বেতনের ৪০% বাড়ী ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা এবং মূল বেতনের ৮% মহার্ঘ ভাতা পান। তার বাসা ভাড়া বাবদ ৪০00 টাকা, মাসিক খরচ ৯০০০ টাকা এবং চিকিৎসা বাবদ ১,২০০ টাকা খরচ হয়। খরচ বাদে বছরে 'ব' এর নীট সঞ্চয় কত থাকে?
উৎপাদকে বিশ্লেষণ করুন: 9p2 - q2
একটি পুকুরের দৈর্ঘ্য ৯৮ মিটার, প্রস্থ ৭২ মিটার। পুকুরটির ক্ষেত্রফল কত?
যদি a4+a2b2+b4=3,a2+ab+b2=3 হলে a2+b2 এর মান কত?
একটি বইয়ের মূল্য ২৪ টাকা। এই মূল্য বই তৈরি ব্যয়ের ৮০%। বাকী মূল্য সরকার ভর্তুকী দিয়ে থাকে। প্রতি বইয়ে সরকার কতটাকা ভর্তুকী দেন?
৩০ লিটার পরিমান মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭:৩। ঐ মিশ্রণে কি পরিমান পানি মিশালে এসিড ও পানির অনুপাত ৩:৭ হবে?
যদি একটি শার্টের মূল্য ৪০০০ টাকা হয়, তবে ২৫% মূল্যহ্রাসে শার্টটির বিক্রয় মূল্য কত হবে?
২০২০ সালে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৪ : ১। ২০১২ সালে তাদের বয়সের সমষ্টি ছিল ৩৪। বেঁচে থাকলে ২০৩০ সালে পিতা ও পুত্রের বয়স কত হবে?
x-1x=2 হলে, x4-1x4=?