করিম সাহেব ১০০০ টাকা নিয়ে বাজারে গিয়ে ৩০০ টাকার মাছ, ৭৩ টাকার সবজি ও ১২৯ টাকার ফল কিনলেন। বাজার শেষে করিম সাহেবের কাছে আর কর্ত টাকা অবশিষ্ট থাকবে?'
ঢাকা থেকে খুলনার সড়ক দূরত্ব ২০০ কি. মি.। একটি গাড়ি যাত্রা পথে ২০ মিনিটের বিরতিসহ ঘণ্টায় ৮০ কি.মি. বেগে চললে ঢাকা থেকে খুলনা যেতে কত সময় লাগবে?
ভাগ করুন ০.৫১.৫
১ মাইল = কত কিলোমিটার?
A ও B সমবেগে নির্দিষ্ট পথ অতিক্রম করে যথাক্রমে t1 এবং (t1+t2) মিনিট । A ও B এর গতিবেগ অনুপাত কত?
প্রতি ডজন কলমের মূল্য ১৪৪ টাকা হলে ৭২০ টাকায় কয়টি কলম পাওয়া যাবে?