খতিয়ান
পর্চা
তফসিল
ট্রাভার্স অংকন পদ্ধতিগুলো কী কী লিখুন।
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ২৬ বর্গমিটার হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত?
১টি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। এর ক্ষেত্রফল ১২৮ বর্গমিটার হলে, পরিসীমা কত?
একটি বর্গের পরিসীমা ৫০ ফুট। এর ক্ষেত্রফল কত?
একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটারে ৭.৫০ টাকা দরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মুড়তে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।
একটি প্রিন্টার ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। প্রিন্টারটি আরও ৪০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। প্রিন্টারটির ক্রয়মূল্য কত?
24x3-81y3
3x2+x-10
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৮ : ৩। পিতার বর্তমান বয়স ৪০ বৎসর হলে ৫ বৎসর পূর্বে পুত্রের বয়স কত ছিল?
a + b = 16 এবং ab = 2 হলে (a - b)2 = কত?
x-1x=3 হলে x2+1x2 এর মান নির্ণয় করুন?
আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল ১০ একর। ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার?
x+1x=2 হলে x-1x2 এর মান নির্ণয় করুন?
১২ জন লোক একটি কাজ ৯ দিনে করতে পারে। একই হারে কাজ করলে ১৮ জনে কাজটি কত দিনে করতে পারবে?
a2-b2 ও a2+2ab+b² এর ল.সা.গু নির্ণয় করুন।
একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটার ৭.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হবে। ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করুন।
পিতা ও পুত্রের বর্তমান ব্যাসের অনুপাত ৭ :২ এবং ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত ৮ : ৩ হবে। তাদের বর্তমান বয়স কত?