১০০ মিটার দীর্ঘ রাস্তার ৪ মিটার পর পর গাছ লাগালে মোট কতটি গাছ লাগানো যাবে?
শতকরা বার্ষিক ৮.৫০ টাকা মুনাফায় কত টাকার ৬ বছরের মুনাফা ২৫৫০ টাকা হবে?
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত?
৪৫০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদে-আসলে ৫৫৮ টাকা হবে?
১৫০ টাকায় একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে ৩০% লাভ হবে?
১ থেকে ২৩ পর্যন্ত ক্রমিক সংখ্যার যোগফল কত?
৪,৫০০ টাকায় একটি গরু বিক্রয় করায় ১০% ক্ষতি হলো। গরুটির ক্রয়মূল্য কত?
এক সরল কোণ এর পরিমাণ কত?
একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি ২ হলে সংখ্যাটি কত?
পিতা ও পুত্রের বয়সের যোগফল ৮০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ হলে, পিতার বয়স কত?
৬০° কোণের সম্পূরক কোণের মান কত?
এক ব্যক্তি ১১% সার্ভিস চার্জ হিসেবে ১ বছর মেয়াদে ৫০,০০০ টাকা ঋণ গ্রহণ করলে বছর শেষে সর্বমোট কত টাকা পরিশোধ করতে হবে?
৮ এর বর্গমূল কত?
একটি কলম ১১ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হয়। কলমটির ক্রয়মূল্য কত?
৪,৫০০ টাকায় একটি গরু বিক্রয় করায় ১০% ক্ষতি হল, গরুটির ক্রয়মূল্য কত?
১ থেকে ৩৫ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?
৭৫ টাকায় ১৫টি বলপেন কিনে ৯০ টাকায় বিক্রয় করলে শতকরা কত টাকা মুনাফা হবে?
১ মিলিয়ন = কত লক্ষ?
দুটি সংখ্যার যোগফল ১০০ এবং বিয়োগফল ২০ হলে সংখ্যা দুইটি নির্ণয় করুন।