যদি মাংসের দাম ২৫% বৃদ্ধি পায়, তবে মাংসের ব্যবহার কী হারে কমালে মাংসের জন্য খরচের কোনো পরিবর্তন হবে না?
উৎপাদকে বিশ্লেষণ করুন: 12x2-3x+4
2x-2x=3 হলে, প্রমাণ করুন যে, 8x3-1x3=63
প্রমাণ করুন যে, কোনো ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে, বৃহত্তর বাহুর বিপরীত কোণ ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর হবে।
2x +2x= 3 হলে x2+1x2=?
একজন ব্যক্তি শতকরা ৫% আয়কর দেন। তিনি বছরে মোট ২০০০ (দুই হাজার) টাকা আয়কর দিলে তার মোট আয়কর কত?
একটি কলম ১১ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হয়। কলমটির ক্রয়মূল্য কত?
যদি x+1x=3 , তবে x3+1x3 এর মান কত?
একটি ঘড়ি ৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঘড়িটি আরও ৮০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করা হলে ৮% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
উৎপাদকে বিশ্লেষণ করুন: x2 + 4x + 1
একটি দ্রব্য ১৬০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয়মূল্য নির্ণয় করুন।
x2-3x + 1 = 0 হলে, এর x+1x এর মান নির্ণয় করুন।
একটি গাড়ির চাকা মিনিটে ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে নির্ণয় করুন।
৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। ২ জন লোক কমিয়ে দিলে কাজটি সমাধান কত দিনে করতে পারবে?
ABC সমকোণী ত্রিভুজের ∠ABC = 90°, ∠ACB = 30° | AC বাহুর দৈর্ঘ্য 5 মিটার হলে, AB বাহুর দৈর্ঘ্য কত?
x+1x=3 হলে, x4-1x2 = ?
এক বিক্রেতা একটি ঘড়ি ২৮০০ টাকায় বিক্রি করায় তার ২০% ক্ষতি হলো। ২০% লাভ করতে হলে ঘড়িটি কত টাকায় বিক্রি করতে হবে?
একটি দ্রব্য ৬১২০ টাকায় বিক্রয় করলে ১৫% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
মিনা, রাজু ও মিঠু একটি কাজ যথাক্রমে ১৫ দিন, ১০ দিন ও ৬ দিনে সম্পন্ন করতে পারে। তারা একত্রে কাজ করলে ঐ কাজ শেষ করতে কতদিন লাগবে।
a+1a=3 হলে, প্রমাণ করুন যে a3+1a3= 18