৪০ কেজি মিশ্রণে পাথর ও সিমেন্টের পরিমাণের অনুপাত ৪:১। মিশ্রণটির পাথর ও সিমেন্টের পরিমাণ নির্ণয় করুন।
৪০ কেজি চালে ৮ সদস্য বিশিষ্ট একটি পরিবারের ২০ দিনে চললে, ৭০ কেজি চালে একই পরিবারের কত দিন চলবে?
একজন ব্যবসায়ী ৭৫০০ টাকায় পাট ক্রয় করল। কিছুদিন পরে পাটের মূল্য কমে যাওয়ায় সে তার ১৩ অংশ ২০% ক্ষতিতে বিক্রয় করল। অবশিষ্ট পাট কত টাকায় বিক্রয় করলে মোটের উপর তার ৩০% লাভ হবে?
একটি পিপায় দুটি নল সংযুক্ত আছে। প্রথম নলটি খুলে দিলে পিপাটি ২০ মিনিটে পূর্ণ হয়। দ্বিতীয় নলটি খুলে দিলে ৩০ মিনিটে পরিপূর্ণ পিপাটি খালি হয়। দুটি নল এক সঙ্গে খুলে দিলে পিপাটি কত মিনিটে পূর্ণ হবে?
x-1x=a হলে x2+1x2 এর মান নির্ণয় করুন?
কোনো দ্রব্য ৫% ক্ষতিতে বিক্রয় করলে যে বিক্রয়মূল্য হয়, ১৫% লাভে বিক্রয় করলে ১৮০ টাকা বেশী পাওয়া যায়। দ্রব্যটির ক্রয় মূল্য কত?
৪% হার মুনাফায় কোনো টাকার ২ বছরের মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য ১ টাকা হলে আসল কত টাকা?
দুই অংক বিশিষ্ট কোনো সংখ্যার অংক দুটির অন্তর ২। অংক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যার দ্বিগুন অপেক্ষা ৬ কম। সংখ্যাটি কত?
y=2+3 হলে y2+1y2y3-1y3 এর মান কত?
১০০ টাকায় ১০টি ডিম কিনে একই টাকায় ৪টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
দুটি সংখ্যার লসাগু ৭৭০০ এবং গসাগু ১১। একটি সংখা ২৭৫ হলে অপর সংখ্যাটি কত?
৫ জন তাঁত-শ্রমিক ৫ দিনে ৫টি কাপড় বুনতে পারে। একই ধরনের ৭টি কাপড় বুনতে ৭ জন শ্রমিকের কত দিন লাগবে?
একটি আয়তাকার ঘরের প্রন্থ তার দৈর্ঘ্যের ২/৩ অংশ। ঘরটির পরিসীমা ৪০ মিটার হলে তার ক্ষেত্রফল কত?
(x-y)2 = 14 এবং xy=2 হলে x2 + y2 = কত?
একটি জারে দুধ ও পানির অনুপাত ৫:১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ৮ লিটার বেশি হয়, তবে পানির পরিমান কত?
যদি a=3+2 হয়, তবে প্রমাণ করুন যে, a3+1a3=183
একজন ঠিকাদার ২৫ দিনে একটি রাস্তার কাজ শেষ করতে ৩০ জন লোক নিয়োগ করলেন। কিন্তু ১৫ দিনে মাত্র রাস্তার অর্ধেক কাজ শেষ হয়। নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ করতে হলে তাকে। অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে?
x3+6x2y+11xy2+6y3
8-a3+3a2b-3ab2+b3
লাবিব, সামি ও সিয়াম এর মধ্যে কিছু টাকা ৫ : ৪: ২ অনুপাতে ভাগ করে দেয়া হলো। সিয়াম ২০০ টাকা পেলে লাবিব কত টাকা পাবে?