অমিত ১৫% হার চক্রবৃদ্ধি সুদে কিছু টাকা ব্যাংকে রাখল। চক্রবৃদ্ধি সুদের পরিবর্তে সরল সুদে টাকা রাখলে ২ বছর পর সে ২৪০০ টাকা সুদ পেত। ২ বছর পর সে সর্বমোট কত টাকা পেয়েছিল?
দুই অংক বিশিষ্ট কোন সংখ্যা অঙ্ক সমষ্টির আটগুণ। সংখ্যা থেকে ৪৫ বিয়োগ করলে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করে। সংখ্যাটি নির্ণয় করুন।
টাকায় ৫টি দরে কলা ক্রয় করে টাকায় ৪টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
উৎপাদকে বিশ্লেষণ করুন:
(a-m)x2+(n-a)xy+(m-n)y2
a+b+c=10 , a2+b2+c2=38 হলে (a-b)2+(b-c)2+(c-a)2 এর মান কত?
একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করুন যাকে ১৫, ১৮, ২৯ এবং ২৪ দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেতে ২ অবসিত থাকে
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৮ সে.মি. এবং এর কর্ণ ১০ সে.মি. হলে এর ক্ষেত্রফল কত?
৬% হারে সুদে কোন টাকা ৫ বছরে সুদে-আসলে ১৩০০ টাকা হলে, কয় বছরে ঐ টাকা সুদে-আসলে ১৩৯০ টাকা হবে?
মনোয়ারা বেগম তার পারিবারিক প্রয়োজনে ৬% হারে x টাকা এবং ৪% হারে ৮ টাকা ঋণ নিল। সে মোট ৫৬,০০০ টাকা ঋণ নিল এবং বছর শেষে ২,৮৪০ টাকা মুনাফা শোধ করল।
(ক) সম্পূর্ণ ঋণের উপর ৫% মুনাফা প্রযোজ্য হলে, বার্ষিক মুনাফা কত?
(খ) x ও y এর মান নির্ণয় করুন।
x+a2+2b2b+c+x+b2+2a2c+a+x+c2+2b2a+b=0 হলে, x এর মান নির্ণয় করুন।
একটি কম্পিউটারের মূল্য ৫০৪৫০ টাকা হলে ৪টি কম্পিউটারের মূল্য কত?
১৫ কেজি আমের মূল্য ৭৫০ টাকা হলে ১ কেজি আমের মূল্য কত?
একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করুন যাকে ১৫, ১৮, ২১ এবং ২৪ দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ২ অবশিষ্ট থাকে।
একটি বষমবাহু ত্রিভুজের বাহু তিনটির পরিমাপ ৪২ সে.মি., ৩৪ সে.মি. এবং ২০ সে.মি.। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
একটি শ্রেণির প্রতি বেঞ্জে ০৪ জন করে বসলে ০৩ খানা বেঞ্জ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্জে ০৩ জন করে বসলে ০৬ জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণির ছাত্রসংখ্যা কত?
উৎপাদকে বিশ্লেষণ করুন: x3+ 12x2+11x-168
পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৫০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৩ মিটার হয়, তবে পুকুরপাড়ের ক্ষেত্রফল কত?
এক ডেসিগ্রাম = কত কিলোগ্রাম?
১২ গন্ডা = কত বর্গগজ?
২৮÷৭×২= কত?