মনোয়ারা বেগম তার পারিবারিক প্রয়োজনে ৬% হারে x টাকা এবং ৪% হারে ৮ টাকা ঋণ নিল। সে মোট ৫৬,০০০ টাকা ঋণ নিল এবং বছর শেষে ২,৮৪০ টাকা মুনাফা শোধ করল।
(ক) সম্পূর্ণ ঋণের উপর ৫% মুনাফা প্রযোজ্য হলে, বার্ষিক মুনাফা কত?
(খ) x ও y এর মান নির্ণয় করুন।
শতকরা বার্ষিক ৮.৫ টাকা মুনাফায় কত টাকার ৬ বছরের মুনাফা ২৫৫০ টাকা হবে?
৫ জন শ্রমিক ৪ দিনে ৮ হেক্টর জমির পাট কাটতে পারে। ৭০ হেক্টর জমির পাট কাটতে ২৫ জন শ্রমিকের কত দিন লাগবে।
২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থ একটি বাগানের বাইরে চারদিকে ২ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। প্রতি বর্গমিটারে ২.৭৫ টাকা দরে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে?
a=2 হলে 2a3+5a2+6a+9 এর মান কত?
x + y = 4 হলে, x3 + y3 + 12xy এর মান কত?