18 ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙ্গে গেল যে, ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির ওপরে 30০ কোণে স্পর্শ করল। খুঁটিটি মাটি থেকে কতফুট উঁচুতে ভেঙ্গে গিয়েছিল?
পরম মান চিহ্ন ব্যবহার করে - 3 <= x <= 5 অসমতাকে প্রকাশ কর।
(a + b)15 এর বিস্তৃতিতে ৭ম (সপ্তম) পদ কোনটি?
y=x3-2x2+4 বক্ররেখার (2, 4) বিন্দুতে স্পর্শকের ঢাল নির্ণয় কর
y2=4ax এবং x2=4ay পরাবৃত্ত দিয়ে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর।
x এর মান কত হলে xi^ -2 j^ +k^ এবং 2xi^ - xj^ - 4k^ ভেক্টরদ্বয় পরস্পর লম্ব হবে?
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 363 বর্গ সেমি হলে, ত্রিভুজটির পরিসীমা কত?
A + B + C = π হলে tan A + tan B + tan C = ?
1-x-4 এর বিস্তৃতিতে x3 এর সহগ কত?
y - 3 x + 1 = 0 ও 3 y - x + 3 = 0 রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ কত?
সমীকরণ p2x2+2px+qy+p2y2=0 কি নির্দেশ করে?