উৎপাদন ব্যবস্থাপনাকে আপনি কীভাবে সংজ্ঞায়িত করবেন? উৎপাদনশীলতার সংজ্ঞা দিন।
একটি বিস্কুট উৎপাদনকারী প্রতিষ্ঠান ৪ জন শ্রমিক ব্যবহার করে ২ ঘণ্টায় ৪০ কেজি বিস্কুট উৎপাদন করে। উক্ত প্রতিষ্ঠানের শ্রম উৎপাদনশীলতা বের করুন।
মোট দেশজ উৎপাদনে বিবেচ্য বিষয়সমূহ কী কী? মোট জাতীয় উৎপাদন ও জাতীয় আয়ের মধ্যকার পার্থক্য আলোচনা করুন।
বাংলাদেশে ২০২৩-২০২৪ অর্থবছরে ৫০,০০০ টন পণ্য উৎপন্ন হয়। প্রতিটনের মূল্য ৪০,০০০ টাকা। উল্লিখিত অর্থবছরে জনসংখ্যা ১৫ কোটি হলে মাথাপিছু আয় বের করুন।
"ব্যবহারিক ডিজাইন পণ্যের উপযোগিতা ও কার্যকারিতা পরিবর্তন করে" ব্যাখ্যা করুন।
মোট মান ব্যবস্থাপনা (TQM) কী? বিএসটিআই (BSTI) এর কার্যাবলি ব্যাখ্যা করুন।
ব্যবসায়িক অবস্থান কী? একটি উত্তম ব্যবসায়িক অবস্থানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন।
একটি জুতা কোম্পানি বর্তমানে ২০,০০০ জোড়া জুতা তৈরি করে। বিগত সময়ে উক্ত কোম্পানি প্রতি মাসে ২৫,০০০ জোড়া জুতা তৈরি করে আসছিল। জুতা কোম্পানির উৎপাদন ক্ষমতার হার নির্ণয় করুন।
কোনো প্রতিষ্ঠানের ব্যবসায়িক সফলতায় বিপণন মিশ্রণ ব্যবহারের যৌক্তিকতা মূল্যায়ন করুন।
প্রয়োজন, অভাব এবং চাহিদার মধ্যকার পার্থক্যসমূহ আলোচনা করুন।
শক্তিশালী ব্র্যান্ড সৃষ্টিতে প্রতিষ্ঠানের ব্র্যান্ড সিদ্ধান্তগুলো আলোচনা করুন।
পণ্যের জীবনচক্র কী? নতুন পণ্যের ব্যর্থতার কারণগুলো চিহ্নিত করুন।
বিক্রয় প্রসার কী? বিক্রয় প্রসারের কৌশলসমূহ ব্যাখ্যা করুন।
ভোগ্যপণ্যের বণ্টনপ্রণালি শিল্পপণ্যের বণ্টনপ্রণালি থেকে দীর্ঘ হয় কেন? বণ্টনপ্রণালির ধরন উল্লেখপূর্বক ব্যাখ্যা করুন।
অনলাইন বিপণনে প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা করুন।
গ্লোবাল মার্কেটিং কী? গ্লোবাল মার্কেটিং এর প্রতিবন্ধকতাসমূহ আলোচনা করুন।
সরকার কেন বিদেশি বিনিয়োগ উৎসাহিত করে? বাংলাদেশের মত উন্নয়নশীল দেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির জন্য আপনার সুপারিশ উল্লেখ করুন।
তুলনামূলক ব্যয় তত্ত্ব ব্যাখ্যা করুন।
শুল্ক ও অশুল্ক বাধার মধ্যে পার্থক্য করুন।
"লেনদেনের ভারসাম্য সর্বদা সমতা অবস্থায় থাকে" - ব্যাখ্যা করুন।