হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন?
মূল্যবোধ ও জবাবদিহিতা সৃষ্টিতে হিসাববিজ্ঞানের ভূমিকা আলোচনা করুন।
অগ্রিম বিমা ৪ বছরের জন্য প্রদত্ত হয়েছে।
হিসাবকাল শেষে সাপ্লাইজ মজুদ আছে ৩,০০০ টাকা।
দালানকোঠার আয়ুষ্কাল ৫০ বছর এবং ভগ্নাবশেষ মূল্য ২৫,০০০ টাকা।
অনুপার্জিত আয় ২০২৩ সালের ১ অক্টোবর ৬ মাসের জন্য পাওয়া গিয়েছিল।
বেতন বকেয়া রয়েছে ২০,৪০০ টাকা। মি. সুমনের হিসাব বইতে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমন্বয় জাবেদা দাখিলা দিন।
কোম্পানির ২০২৩ সালের নিট মুনাফা ১৬,০০০ টাকা।
আসবাবপত্রের অবচয় ধার্য করা হয় ৪,০০০ টাকা
আসবাবপত্র বাবদ ক্রয় খরচ ১০,০০০ টাকা।
আসবাবপত্র অবচয় খরচ ২,০০০ টাকা যা বাতিল করা হয়েছিল এবং এর খরচ পুঞ্জিভূত অবচয় হিসাব হতে বাদ দেয়া হয়েছিল।
২০০ সাধারণ শেয়ার ইস্যু করা হয়েছিল, যার প্রতিটি শেয়ার মূল্য ৩০ টাকা; এর মধ্যে ১০ টাকা প্রিমিয়াম।
উক্ত বছরে মোট ১২,০০০ টাকার লভ্যাংশ প্রদান করা হয়। নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করুন।
অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থার সংজ্ঞা দিন।
অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থার সুবিধা বর্ণনা করুন।
নিরীক্ষকের বিভিন্ন প্রকার দায় সংক্ষেপে বর্ণনা করুন।
ভুল ও জুয়াচুরির মধ্যে পার্থক্য লিখুন।
আয়কর ধার্যের উদ্দেশ্যে আয়ের সংজ্ঞা দিন।
অকরধার্য আয় এবং করমুক্ত আয়ের পার্থক্য দেখান।
উৎপাদন ব্যয় হিসাবের সংজ্ঞা দিন।
"আর্থিক হিসাববিজ্ঞানের সীমাবদ্ধতার জন্য উৎপাদন ব্যয় হিসাবের উদ্ভব হয়েছে" ব্যাখ্যা করুন।
ব্যবহৃত কাঁচামাল।
মুখ্য ব্যয়।
উৎপাদন ব্যয়।
উৎপাদিত পণ্যের ব্যয়।
লাভ/লোকসান।
ব্যবস্থাপনা হিসাববিজ্ঞানের সংজ্ঞা দিন।
ব্যবস্থাপনা হিসাববিজ্ঞানের আওতা ও প্রয়োজনীয়তা বর্ণনা করুন।
পি/ভি (দত্তাংশ) অনুপাত।
সমচ্ছেদ বিন্দু।
স্থায়ী উপরিব্যয়।
৪০,০০০ টাকা মুনাফা অর্জন করতে কত টাকা বিক্রয় করতে হবে?
২,০০,০০০ টাকা বিক্রয় করলে মুনাফা কত হবে?