"ব্যবহারিক ডিজাইন পণ্যের উপযোগিতা ও কার্যকারিতা পরিবর্তন করে" ব্যাখ্যা করুন।
একটি বিস্কুট উৎপাদনকারী প্রতিষ্ঠান ৪ জন শ্রমিক ব্যবহার করে ২ ঘণ্টায় ৪০ কেজি বিস্কুট উৎপাদন করে। উক্ত প্রতিষ্ঠানের শ্রম উৎপাদনশীলতা বের করুন।
মোট দেশজ উৎপাদনে বিবেচ্য বিষয়সমূহ কী কী? মোট জাতীয় উৎপাদন ও জাতীয় আয়ের মধ্যকার পার্থক্য আলোচনা করুন।
বাংলাদেশে ২০২৩-২০২৪ অর্থবছরে ৫০,০০০ টন পণ্য উৎপন্ন হয়। প্রতিটনের মূল্য ৪০,০০০ টাকা। উল্লিখিত অর্থবছরে জনসংখ্যা ১৫ কোটি হলে মাথাপিছু আয় বের করুন।
মোট মান ব্যবস্থাপনা (TQM) কী? বিএসটিআই (BSTI) এর কার্যাবলি ব্যাখ্যা করুন।