একটি 100W বাল্ব 220V সরবরাহ লাইনেসংযুক্ত আছে। ঐ বাল্বটীর ফিলামেন্টের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহ কত?
একটি মিটার ব্রিজের বাম ফাকে 4Ω এবং ডান ফাকে 6Ω রোধ যুক্ত করলে সাম্য বিন্দু কোথায় হবে?
যদি A=3i+3j+3k এবং B=2i+j-3k হয়, তবে তাদের মধ্যবর্তী কোণ কত?
10000 N/C তড়িৎ ক্ষেত্রে একটি ইলেকট্রনের উপর বল কত?
বায়ু ভর্তি দুটি সমান্তরাল পাত ধারকের পাতদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 0.1cm । এই সমান্তরাল পাত ধারকের ধারকত্ব 1.0F হলে প্রত্যেকটি পাতের ক্ষেত্রফল কত?
প্রমান তাপমাত্রা ও চাপে বায়ুতে শব্দের বেগ 332m/s হলে 27 ͦC তাপমাত্রা এবং পারদের 74cm চাপে শব্দের বেগ নির্ণয় কর?
0.4m দীর্ঘ 1.2g ভরের একটি তার 120N বলে টানা আছে। এর স্পন্দনের মৌলিক কম্পাঙ্ক কত?
100 ͦC তাপমাত্রার 2Kg পানিকে 100 ͦC তাপমাত্রার বাষ্পে পরিনত করলে এন্ট্রপির পরিবর্তন হবে-
পারদের 0.755m চাপে এ 15 ͦC তাপমাত্রায় কোন গ্যাসের আয়তন 12500 ঘনমিটার। প্রমান তাপমাত্রা ও চাপে ঐ গ্যাসের আয়তন-
তিনটি গ্যাস অনুর বেগ হচ্ছে 25m/s, 30m/s, 35m/s । তাদের মূল গড় বর্গবেগ-
একটি স্প্রিং এ 1kg ভর ঝুলানো হল। এতে এর দৈর্ঘ্য 1m বৃদ্ধি পেলে স্প্রিং ধ্রবক-
কোন বস্তুকে আনুভূমিকের সাথে 30 ͦ কোণে 200m/s বেগে নিক্ষেপ করা হল। সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগবে-
একটী গাড়ী 72km/h বেগে চলা থেকে ব্রেক কষে 10sec এ থামানো হল। এর মন্দন কত?
0.35 m দীর্ঘ এবং 0.02 mm ব্যাসার্ধের একটি অ্যালুমিনিয়াম তারের দৈর্ঘ্য 1.4 mm বৃদ্ধি করা হল। অ্যালুমিনিয়ামের ইয়ং -এর গুনাঙ্ক 7.0 ×1010 N/m2 A0;হলে, তারটির পীড়ন কত?
একটি তরঙ্গের দুটি বিন্দুর মধ্যে দশা পার্থক্য π2 । বিন্দুদ্বয়ের মধ্যে পথ পার্থক্য কত ?
রকেট উৎক্ষেপনের কার্যকর সূত্রটি হল-
এনট্রপি কিসের পরিমাপ নির্দেশ করে?
যদি 2D ও 3D ক্ষমতার দুটি লেন্স পরস্পর সংস্পর্শে রাখা হয় তাহলে, ঐ সমবায়ের ফোকাস দূরত্ব কত হবে ?
পৃথিবীর গড় ঘনত্ব কমে গেলে 'g' এর মান কিরূপ হবে ?
নিচের কোন পদার্থের স্থিতিস্থাপকতা আছে-