10 kg ভরের একটি বস্তুর উপর 2 F মানের বল প্রয়োগ করার ফলে বস্তুটির ত্বরণ হয় 60 m/s2 । M ভরের একটি বস্তুর উপর 5 F মানের বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির ত্বরণ 50 m/s2 হয়, তবে ভর M কত?
একটি প্রত্যাবর্তী তড়িৎ প্রবাহকে I =100 sin 2πt Ampere সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ প্রবাহের গড় -বর্গীয় -বর্গমূলের মান কত?
সরল দোলন গতি সম্পন্ন একটি কণার বিস্তার 0.02 m এবং কম্পাঙ্ক 2.5 Hz হলে এর সর্বোচ্চ দ্রুতি কত হবে ?
5.0 N এর একটি আনুভূমিক বল একটি 0.05 kg ভরের আয়তাকার বস্তুকে একটি উল্লম্ব দেওয়ালে ধাক্কা দিচ্ছে। বস্তুটি আদিতে স্থির ছিল। যদি স্থৈতিক ও গতীয় ঘর্ষণ গুণাঙ্ক যথাক্রমে μs=0.6 এবং μk=0.8 হয়, তবে m/s2 এককে বস্তুটির ত্বরণ কত?
একটি তারের ভিতর দিয়ে সাইনোসয়ডাল তরঙ্গ প্রবাহিত হলে তারের কণার সর্বোচ্চ দ্রুতি vs। তারের একটি কণার সরণ সর্বোচ্চ সরণের অর্ধেক হলে ঐ কণার দ্রুতি হলো :
একটি নিউক্লিয়াস একটি নিউট্রন গ্রহণ করে একটি বিটা কণা (β) নিঃসরণ করে ও দুইটি আলফা কণায় পরিণত হয়। আদি নিউক্লিয়াসের A এবং Z যথাক্রমে ছিল:
e মানের একটি চার্জ r ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে v দ্রুতিতে ঘুরছে। বৃত্তের কেন্দ্রে চৌম্বকক্ষেত্রের মান হবে:
কৌণিক ভরবেগের একক কোনটি?
উৎস হতে ধ্বনিত শব্দ একজন ব্যক্তি শুনতে পেলো 5s পরে , যখন একই শব্দ আরেকজন ব্যক্তি শুনতে পেলো 6 s । শব্দের বেগ 300 m/s । এই দুই ব্যক্তির মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন দূরত্ব কত?
নিম্নের কোনটি রাশির একক μ০/∈০ এর এককের সমান ?
তিনটি ভেক্টর , →a,→B,→C যাদের মান যথাক্রমে 4,3 এবং 5, যোগ করলে শূন্য হয় অর্থ্যৎ →a+→B+→C =0 তাহলে |→C ×(→a×→b)| এর মান হলো :
ইংয় -এর দ্বি -চিড় পরীক্ষায় দুইটি তরঙ্গের উপরিপাতনের ফলে একটি বিন্দুতে কালো ডোরা উৎপন্ন হয়। ঐ বিন্দুতে তরঙ্গদ্বয়ের মধ্যে দশা পার্থক্য হলো: [m = পূর্ণ সংখ্যা ]
যদি তড়িৎ ক্ষেত্রের প্রবাল্য + X অক্ষ বরাবর ক্রিয়া করে এবং এর মান E=cx2 হয়, যেখানে c = ধ্রুবক , তবে তড়িৎ বিভব V =?
হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে ইলেক্ট্রনের মােটশক্তি -13.6 eV । তৃতীয় বোর কক্ষে মোটশক্তি কত?
সরণ পাওয়া যায়:
দুইটি সমান্তরাল তারের মধ্যে একই মানের তড়িৎ প্রবাহিত হয় এবং তার দুইটি প্রতি একক দৈর্ঘ্য F বল দ্বারা একে অপরকে বিকর্ষণ করে। যদি প্রবাহিত তড়িৎ দ্বিগুণ এবং তারদ্বয়ের মধ্যে দূরত্বকে তিন গুণ করা হয় তবে প্রতি একক দৈর্ঘ্য বলের মান হবে :
গ্রহের গতির ক্ষেত্রে- " একটি নক্ষত্র থেকে গ্রহকে সংযোগকারী সরলরেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে" - এটি কোন নীতির সরাসরি ফলাফল?
দুটি সমমানের ভেক্টর একটি বিন্দুতে ক্রিয়াশীল। এদের লব্ধির মান যেকোনো একটি ভেক্টরের মানের সমান। ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান কত?
স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন , পরম তাপমাত্রার-
A→=i^+3j^-2k^ এবং B→=4i^-2j^+4k^ হলে A→.B→=?