হাইড্রোজেন পরমানুর প্রথম বোর কক্ষপথে ইলেক্ট্রনের মোট শক্তি -13.6eV হলে, তৃতীয় বোর অরবিটে মোট শক্তি-
একটি প্রোটনকে 400V বিভব পার্থক্যে ত্বরান্বিত করা হলে এর দ্রুতি কত হবে?
একটি গাড়ী 10m/s গতিতে চলছে। কত গতিতে চালালে এর গতিশক্তি দ্বিগুন হবে-
27 ͦC তাপমাত্রায় এবং 1.0e5 N/m² চাপে একটি আদর্শ গ্যাসের আয়তন 0.04 ঘনমিটার। ঐ একই চাপে তাপ প্রয়োগে গ্যাসের আয়তন 0.05 ঘনমিটার হলে, নতুন তাপমাত্রা কত-
একটি তেজস্ক্রিয় পদার্থে 8.0e22 সংখ্যক পরমানু আছে। পদার্থটির অর্ধায়ু 2 দিন। ঐ পদার্থে 16 দিন পর পরমানু সংখ্যা হবে-
আলোক রশ্মি তারপিন তেল(μ=1.47) থেকে (μ=1.33) পানিতে গমন করে। তারপিন তেল ও পানির মধ্যে সংকট কোণ-
কোন ভরকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ছেড়ে দিলে কোন রাশিটি ধ্রব থাকে?
একটি মিডিয়াম ওয়েভ রেডিও স্টেশন 300m তরঙ্গদৈর্ঘ্যে অনুষ্ঠান প্রচার করে। এর কম্পাঙ্ক কত?
দস্তার কার্যাপেক্ষক 5.81e-19 J । এই কার্যাপেক্ষক eV এককে কত?
অপবর্তন গ্রেটিং এ যে রঙটি সবচেয়ে বেশি বেকে যায়-
একটি ইঞ্জিন তাপ উৎস থেকে 30 ͦC তাপমাত্রায় তাপ গ্রহন করে এবং নিম্ন তাপাধারে 10 ͦC তাপমাত্রায় তাপ বর্জন করে। ইঞ্জিনটির দক্ষতা-
একটি পাখা প্রতি মিনিটে 60 বার ঘোরে। পাখাটির কৌনিক বেগ-
1Ω, 2Ω ও 3Ω মানের তিনটি রোধকে সমান্তরালে সংযুক্ত করা হল। এদের তুল্য রোধের মান-
একটি গতিশিল বস্তুর দূরত্ব x এর সাথে সময় t-এর সম্পর্ক হচ্ছে x=1.4t²+0.15t.t² । 5.0 সময়ে বস্তুটির তাৎক্ষনিক দ্রুতি কত?
একটি ভরবিহীন স্প্রিং এর এক প্রান্ত দৃঢ়ভাবে আটকে রেখে ওপর প্রান্তে 500g ভর ঝুলিয়ে দিয়ে একটু টেনে ছেড়ে দেওয়া হল। স্প্রিং এর স্প্রিং ধ্রবক 200N/m হলে, এর কম্পাঙ্ক কত ?
এক্স রশ্মি-
একটি আদর্শ গ্যাস একটি তাপ অন্তরকের আবরণযুক্ত দৃঢ় পাত্রে শূন্য মাধ্যমে প্রসারিত হলো । ফলে নিম্নের কোনটি ঘটে?
একটি পিয়ানো তারের দৈর্ঘ্য L এর ভর M । যদি এর মূল কম্পাঙ্ক f হয়, তবে তারে টান হলো :
একটি অতি সুসঙ্গত আলোক রশ্মি একটি সূক্ষ্ম তারের উপর আপতিত হলে তারের পিছনে যে ছায়া তৈরি হয় তা একটি তারের নয়, বরং অনেকগুলো সমান্তরাল তারের। এই ঘটনাটি ব্যাখ্যা করা যায় নিম্নের কোনটির দ্বারা ?
c/2 বেগে চলমান একটি কণার গতিশক্তি কত ? স্থির অবস্থায় কণাটির ভর m0।