একটি ট্রাকের ওজন একটি কারের ওজনের দ্বিগুন এবং ট্রাকটি কারের দ্বিগুন গতিতে চলছে। কারের তুলনায় ট্রাকের গতিশক্তির জন্য কোনটি সত্য ?
পানি দ্বারা পূর্ণ 0.4 m গভীর একটি বালতির তলদেশে একটি কয়েন আছে। খাড়াভাবে তাকালে কয়রনটিকে কত নিচে মনে হবে ? (পানির প্রতিসরাংক 4/3)
2.0 mm ব্যাসের একটি পানির গোলককে ভেঙ্গে 10 লক্ষ সম-আয়তন বিশিষ্ট ক্ষুদ্র ফোটা তৈরি করলে কি পরিমান কাজ সম্পন্ন হবে ? ( পানির পৃষ্ঠটান = 72 × 10⁻³ N/m)
তামার ও সিলিকেনের দুইটি তারকে কক্ষ তাপমাত্রা থেকে 80K এ ঠান্ডা করা হলে তার দুইটির রোধ -
200v ও 1000W নিমজ্জক হিটার 15 মিনিটে কিছু পানির 25°C তাপমাত্রা হতে 100°C এ বৃদ্ধি করে। হিটারের কর্মদক্ষতা 90% হলে পানির পরিমান কত ? ( পানির আঃ তাপ = 4200 )
একটি কার্ণো ইঞ্জিনের উৎসের তাপমাত্রা 400K। এই তাপমাত্রায় উৎস থেকে ইঞ্জিনটি 836J তাপ গ্রহন করে এবং সিংকে 627J তাপ বর্জন করে। ইঞ্জিনটির দক্ষতা কত ?
জেনার ডায়োড যখন বর্তনীতে ব্যবহার করা হয়, তখন সবসময় এর সংযোগ দেয়া হয় -
20 Ω রোধের একটি গ্যাল্ভানোমিটার সাথে কত রোধের একটি সান্ট যুক্ত করলে মোট তড়িৎ প্রাবাহ মাত্রার 1% গ্যালাভানোমিটার এর মধ্য দিয়ে যাবে ?
40W একটি বৈদ্যুতিক বাল্ব 240V উৎসের সাথে যুক্ত আছে। এক মোল পরিমান ইলেকট্রন ঐ বাল্বের মধ্য দিয়ে প্রবাহিত হতে কত সময় লাগবে ?
একটি কাঠের ঘনবস্তুর প্রত্যেক ধারের দৈর্ঘ্য 50 cm এবং ঘনত্ব 500 kgm⁻³। বস্তুটি 1000 kgm⁻³ ঘনত্বের পানিতে ভাসছে। ঘনবস্তুটির নিচের তল পানির উপরিতল থেকে কত নিচে থাকবে ?
অনুভূমিক দিকে গতিশীল 5kg ভরের একটি লৌহ গোলক 5m/s বেগে একটি দেয়াল লম্বভাবে ধাক্কা খেয়ে 3 m/s বেগে বিপরীত দিকে ফিরে গেল। বলের ঘাত কত ?
কোনটি উদ্ধৃত্তপত্রের “দায় মালিকানাস্বত্ব” পাশে উল্লেখ করা হয়?
একটি আলফা কনিকার চার্জ হল-
অর্ধপরিবাহীকে n-টাইপ করার জন্য যে অপদ্রব্য ব্যবহার করা হয়-
একটি সমতল নিঃসরন গ্রেটিং এ 644nm তরঙ্গ দৈর্ঘ্যের আলোক রশ্মি আপতিত হয়ে দ্বিতীয় ক্রমে 50.6 ͦ কোণে অপবর্তিত হয়। ঐ গ্রেটিং এ প্রতি মিলিমিটারে রেখার সংখ্যা কত?
12 cm তরঙ্গ দৈর্ঘ্যের দুটি তরঙ্গের পথ পার্থক্য 6 cm । দশা পার্থক্য কত?
কোন রঙের আলোর কম্পাঙ্ক সবচেয়ে কম-
সাদা আলোক রশ্মি কাচের প্রিজমের ভিতর দিয়ে গমন করলে নির্গত রশ্মি সাতটি বর্ণে বিভক্ত হয়ে এরা প্রিজমের ভুমির দিকে বিচ্যুত হয়। সব থেকে কম বেকে যায় যে রশ্মি তার ব্রণ-
একটি উত্তল লেন্সের 0.3cm দূরে একটি বস্তু স্থাপন করলে 3 গুন বিবর্ধিত বাস্তব প্রতিবিম্ব পাওয়া যায়। লেন্সটির ফোকাস দূরত্ব-
একটি 4μF ধারককে 50V ব্যাটারি দিয়ে চার্জিত করাহল। তারপর ঐ ধারককে 2MΩ রোধের ভেতর দিয়ে ডিসচার্জ করা হলে ঐ ধারকের প্রান্তে 8sec এ বিভব পার্থক্য করে যে মান গয়-