এক আলোকবর্ষ সমান কত কিলোমিটার?
রেল ইঞ্জিন কোন ধরনের মূলধন?
একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করতে পারে। যদি গুলির বেগ তিনগুণ করা হয় হবে অনুরুপ কয়টি তক্তা ভেদ করতে পারবে?
পৃথিবী হতে কোন বস্তুকে কত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তা পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে আসবে?
বায়ু ও হীরকের মধ্যকার সঙ্কট কোণ 25 ডিগ্রি হলে, হীরকের প্রতিসরাঙ্ক কত?
অসম ত্বরণে চলমান বস্তুর গড় বেগ আদি বেগের চেয়ে-
কোন তাপমাত্রা ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে েএকই পাঠ পাওয়া যায়-
64মি. উঁচু টাওয়ার থেকে 5 কেজি ভরের একটি পাথর ছেড়ে দিলে ভুমিতে পৌঁছাতে এর সময় লাগবে?
সূর্যের চারিদিকে শুক্র ও পৃথিবীর ক্ষপথের ব্যাসার্ধের অনুপাত 54:75 প্রথিবীতে 365 দিনে ্ এক বছর হলে শুক্রতে কত দিনে এক বছর হবে?
20Ñ এবং 60Ñ মানের দুই ভেক্টর রাশির মধ্যে 30 ডিগ্রি কোণ হলে রাশি দুইটির লদ্ধির মান কত?
পৃথিবীর আহ্নিক গতির জন্য অভিকর্ষজ ত্বরণ বিষুবীর অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে-
কোন অবস্থায় পদার্থের এনট্রপি বেশি হয়?
কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে পাঠ একই পাওয়া যায়?
2 গ্রাম ভরের বুলেট 1 সে.মি পুরু 4 টা তক্তা ভেদ করতে পারে। বুলেটটির বেগ অর্ধক করাহলে তা অনুরুপ কয়টি তক্তা ভেদ করতে পারে?
দুইটি ধাতুর পাত একটি 9V ব্যাটারীর দুই প্রান্তে যুক্ত আছে। পাত দুটি 10 cm দূরুত্ব এ অবস্থান করলে, পাত দুটির মর্ধ্যবর্তী কোণ বিন্দুতে বৈদ্যুতিক প্রাবল্যের মান কত হবে ?
প্রক্ষেপকের ক্ষেত্রে কোনটি মিথ্যা নয় ?
বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরাংক 1.5 । বায়ুতে এক আলকবর্ষ 9.4 × 10¹² Km হলে কাচে এক আলকবর্ষ এর মান কত ?
A→=iˆ+2jˆ+kˆ ভেক্টরটির B→=iˆ+jˆ ভেক্টর অভিমুখ অংশক কত ?
অনুভূমিকের সাথে 30° কোণ করে ভূ-পৃষ্ঠ থেকে 40 m/s বেগে একটি বুলেট ছোড়া হল। বুলেটটি 40m দূরে অবস্থিত একটি দেয়ালকে কত উচ্চতায় আঘাত করবে ?
ধাতুর তৈরি একটি বৃত্তাকৃতি থালার ব্যাসার্ধ তাপ প্রয়োগ এর ফলে প্রতি সেকেন্ড 0.5 cm বাড়ে। যখন থালাটির ব্যাসার্ধ 3.5 cm তখন তার তলের বৃদ্ধির হার কত ?