এক ব্যাক্তির ওজন পৃথিবী পৃষ্ঠে 785 N হলে অভিকর্ষীয় ক্ষেত্রের তীব্রতা কত?
সরল ছন্দিত ত্বরণ স্পন্দনে সর্বনিম্ন-
একটি ক্যামেরা অসীম দূরত্বে বস্তুতে ফোকাস করলে লেন্স ও ফিল্মের মধ্যে দুরুত্ব থাকে 2 cm .এখন 2m দুরুত্ব ফোকাস করলে লেন্সটি কতখানি সারাতে হবে?
একটি বৈদ্যুতিক ইঞ্জিনে 220V এবং 100W লেখা আছে।এর রোধ কত?
একটি ট্রেন স্থির অবস্থায় থেকে 10ms ত্বরণে চলতে আরম্ভ করল।একই সময় একটি বাস 100ms সমবেগে ট্রেনের সমান্তরালে চলা শুরু করল।ট্রেন বাসটিকে কখন পিছনে ফেলবে?
তাপমাত্রা বৃদ্ধিতে কোনটি রোধ হ্রাস পাবে?
একটি প্রিজমের প্রতিসরণ কোণ ৬০° এবং উপাদানের প্রতিসরাঙ্ক 1.48 ।নূন্যতম বিচ্যুতি কোণ কত?
তাপগতিবিদ্যার দ্বিতীয় সুত্র হতে পাওয়া যায়?
দীর্ঘ দৃষ্টি সম্পন্ন ব্যক্তির স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্ব 0.50মিটার হলে পড়ার জন্য তাকে কত ক্ষমতার লেন্স ব্যবহার করতে হবে?
পানি ও গ্লিসারিনের প্রতিসরাঙ্ক1.33 এবং 1.47 হলে, এদের মধ্যকার সঙ্কট কোণ কত?
একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করতে পারে। যদি গুলির বেগ তিনগুণ করা হয় হবে অনুরুপ কয়টি তক্তা ভেদ করতে পারবে?
পৃথিবী হতে কোন বস্তুকে কত বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলে তা পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে আসবে?
বায়ু ও হীরকের মধ্যকার সঙ্কট কোণ 25 ডিগ্রি হলে, হীরকের প্রতিসরাঙ্ক কত?
অসম ত্বরণে চলমান বস্তুর গড় বেগ আদি বেগের চেয়ে-
কোন তাপমাত্রা ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলে েএকই পাঠ পাওয়া যায়-
কোন তাপমাত্রায় ফারেনহাইট স্কেলের পাঠ সেলসিয়াস স্কেল হতে 10° বেশি হবে?
20Ω এর গ্যালভানোমিটার এর সাথে কত মানের সান্ট যুক্ত করলে মূল প্রবাহের 1% গ্যালভানোমিটার দিয়ে যায়?
দুটি মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবকের অনুপাত 1:16 সংকট কোণ কত?
পৃথিবীর বায়ুমন্ডল না থাকলে আকাশের বর্ণ কী হত?
500 পাকের একটি কুন্ডলীর মধ্য দিয়ে চৗৈম্বক ফ্লাক্স 2 ms এ 30μwb থেকে 60μwb পরিবর্তিত হয়। কুন্ডলীতে আবিষ্ট তড়িৎচ্চালক বলের মান কত?