যদি m-ভরবিশিষ্ট একটি সরল ছন্দিত দোলকের বল ধ্রুবক K কে দ্বিগুণ করা হয় তবে দোলকের আদি দোলনকাল T পরিবর্তিত হয় নিম্নরুপে:
পৃথিবীর ব্যাসার্থ 6400 km হলে পৃথিবীর পৃষ্ঠের 6400km উঁচুতে 'g' এর মান কত হবে?
1000 পাক বিশিষ্ট কোন কয়েলের ভেতর দিয়ে 2.5 A তড়িৎ প্রবাহিত হয়ে 0.5×10-3 ওয়েবার ফ্লাক্স উৎপন্ন করে। কয়েলের স্বকীয় আবেশ গুণাংক -
y - এর কোন মানের জন্য ভেক্টর 2i∧+yj∧+k∧ এবং 4i∧ -2j∧-2k∧ পরস্পরের উপর লম্ব?
একটি 7.0 kg ভরের বস্তু একটি লিফটের মেঝের উপর স্থির অবস্থায় আছে। লিফটের উর্ধ্বগামী ত্বরণ 2m/s2 হলে বস্তুর উপর মেঝে কর্তৃক বল কত?
4 cm তরঙ্গদৈর্ঘ্যের কোন তরঙ্গ কোন তরঙ্গের দুটি বিনউদর মধ্যবর্তী পথ পার্থক্য 5 cm হলে ঐ বিন্দু দুটির দশা পার্থক্য কত?
এক টুকরো তেজষ্ক্রিয় পদার্থে আদিতে 8.0×1022 পরমাণু আছে। অর্ধায়ু 2 দিন হলে 16 দিন পরে পরমাণুর সংখ্যা হবে।
664 Hz কম্পাঙ্কের সুর শালাকাকে বাতাসে শব্দায়িত করলে এর দ্বারা সৃষ্ট তরঙ্গ 100 বার কম্পনকালে কত দূরত্ব অতিক্রম করবে? (বাতাসে শব্দের বেগ 332 m/s
একটি প্রস্থর খন্ডকে 196 ms-1 বেগে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হলে। প্রস্থরা খন্ডটির প্রাথমিক অবস্থানে ফিরে আসতে সময় লাগবে ।
একটি ধারকের ধারকত্ব 5F । এত 1000 coul. চার্জ বিভব কত হবে?
একটি ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি তারের অনুপাত 10 : 1 এর সেকেন্ডারিতে 10 ওহমের রোধ লাগানো আছে। যদি প্রাইমারিতে 200 ভোল্ট প্রয়োগ করা হয়, তাহলে এখানে প্রবাহ কত?
দুটি 100 kg ওজনের ও 10 m ব্যাসার্ধের গোলককে একটির উপর আরেকটি রা রাখতে কত কাজ হবে?
একটি স্প্লাইড ক্যালিপার্সের প্রধান স্কেলের 39 ভাগ ভার্নিয়ার স্কেলের 40 ভাগের সমান । প্রধান স্কেলের এক ভাগের মান 1.00 mm স্কেলের ভার্ণিয়ার ধ্রুব কত?
পানি সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 9/8 । বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 3/2 বাু সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক কত?
100 kg ভরের েএকটি বস্তুর ভরবেগ 200 kg m/s হলে এর গতিশক্তি কত?
A→=4i^+3j^-5k^ এবং B→=2i^+j^+3k^ হলে A→ও B→ এর মধ্যবর্তী কোণ কত?
100 ওয়াটের 5 টি বাতি প্রতিদিন 6 ঘন্টা করে জ্বালানো হয়। প্রতি ইউনিট বিদ্যুৎ বিল কত টাকা হবে?
কোন বস্তুর তাপ ধারণ ক্ষমতা 150 J/°C হলে এর তাপমাত্রা 80.0°C হতে 20.0°C এ নামিয়ে আনতে কী পরিমাণ তাপশক্তি বের করতে হবে?
সুষম ত্বরণ সম্পন্ন একটি গাড়ি ২য় সেকেন্ডে 10m ও ৩ য় সেকেন্ডে 20 m দূরত্ব অতিক্রম করলে গাড়িটির ত্বরণ কত?
হাইড্রোজেন অণুতে একটি ইলেকট্রন n = 4 কক্ষ থেকে n= 3 কক্ষে প্রস্থান করলে ও n = 2 থেকে n =1 কক্ষে প্রস্থান করলে বিকিরিত রশ্মিরগ তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত হবে?