অধ্যাপক ফজলুল করিম সংজ্ঞার পাঁচটি উদ্দেশ্যের কথা বলেছেন। তার সাথে কার মিল রয়েছে?
সন্দেশ দ্বারা সাধারণত 'খবর' ও 'মিষ্টান্নবিশেষ'কে বোঝানো হয়। 'সন্দেশ' শব্দের এ দ্ব্যর্থকতা কীভাবে অপসারণ করা যায়?
শিক্ষক রাতুল শ্রেণিকক্ষে অনুমান সম্পর্কে পড়াতে গিয়ে প্রথমে অনুমানের সংজ্ঞা প্রদান করেন। প্রথমেই সংজ্ঞা প্রদানের উদ্দেশ্য কী?
ফজলুল তার বন্ধুর কৌশলী না হওয়া সত্ত্বেও তাকে সমর্থন করে সৎ বলে প্রশংসা করেন; প্রকৃতপক্ষে সে সৎ নয়। এখানে 'সৎ' শব্দটি কোনটি সমর্থন করে?
পদার্থবিজ্ঞানী রবিন সরকার বলেন, গতি হচ্ছে ভর এবং ত্বরণের ফল। এখানে গতির সংজ্ঞায়নে কোন উদ্দেশ্য ফুটে উঠেছে?
যুক্তিবিদ্যার গবেষক নাজমুল সংজ্ঞা সম্পর্কে গবেষণা করতে গিয়ে বলেন, "সংজ্ঞাই হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞানের আদি ও অন্ত।" - এখানে বক্তব্যটির সাথে কার মিল রয়েছে?
রাব্বি উড়তে পারার সাদৃশ্যের ভিত্তিতে বাদুড়কে পাখি আর জলজ প্রাণী হিসেবে তিমিকে মাছ মনে করে। রাব্বির এ ভ্রান্তি দূর করার উপায় কোনটি?
সুমনা 'তীর' শব্দটির অর্থ হিসেবে 'সমুদ্রতীর' এবং 'ধনুকের তীর' দুটি অর্থ লক্ষ করে সংশয়ে পড়েন। সুমনার সংশয় দূর করতে কোনটি সমর্থনযোগ্য?
অমাধ্যম অনুমান প্রযোজ্য-
i. অনুমানের সিদ্ধান্তে কোনো নতুনত্ব পাওয়া যায় না
ii. সিদ্ধান্তের সত্যতা আশ্রয়বাক্যের সত্যতা দ্বারা নির্ধারিত
iii. আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক
বিদ্যমান নিচের কোনটি সঠিক?
অমাধ্যম অনুমান উদঘাটন প্রক্রিয়ার অন্তর্গত-
i. আবর্তন
ii. প্রতিবর্তন
iii. প্রতি-আবর্তন
নিচের কোনটি সঠিক?
আবর্তনের আশ্রয়বাক্যকে কী বলা হয়?
আবর্তনের সিদ্ধান্তকে কী বলা হয়?
"একটি যুক্তিবাক্য তখনই আবর্তিত হয়, যখন তার উদ্দেশ্য পদ বিধেয় পদে পরিণত হয় এবং উল্টোভাবেও হয়, আর তার গুণ অপরিবর্তিত থাকে।"- উক্তিটি কে বলেছেন?
সকল মানুষ হয় মরণশীল প্রাণী অতএব কিছু মরণশীল প্রাণী হয় মানুষ। উদাহরণে অমাধ্যম অনুমানের কোন প্রকারভেদ লক্ষণীয়?
যে অমাধ্যম অবরোহ অনুমানে বিধিসম্মতভাবে কোনো আশ্রয়বাক্যের উদ্দেশ্যের স্থলে তার বিধেয়কে, আর বিধেয়ের স্থলে তার উদ্দেশ্যকে গ্রহণ করে সিদ্ধান্ত নিঃসৃত হয়, তাকে কী বলা হয়?
আবর্তনের ক্ষেত্রে কয়টি নিয়ম প্রযোজ্য?
আবর্তনের ক্ষেত্রে-
i. আবর্তনীয়ের উদ্দেশ্য পদ আবর্তিতে বসে বিধেয়পদ হয়
ii. আবর্তনীয়ের বিধেয় পদ আবর্তিতে বসে সিদ্ধান্ত হয়
iii. আবর্তনীয়ের কোনো অব্যাপ্যপদ সিদ্ধান্তে বসে ব্যাপ্য হতে পারবে না
আবর্তনে A যুক্তি আশ্রয়বাক্য হলে সিদ্ধান্ত কোন যুক্তিবাক্যে অন্তর্ভুক্ত?
আবর্তন ছক অনুসারে E যুক্তিবাক্য আশ্রয়বাক্য হলে সিদ্ধান্ত কী হবে?
আবর্তন ছক অনুসারে কোন বাক্যের আবর্তন হয় না?