সকল ফুল হয় সুন্দর গোলাপ হয় ফুল অতএব, গোলাপ হয় সুন্দর। উপরোক্ত উদ্দীপকটি একটি অবরোহ অনুমান। কারণ-
i. দুটি আশ্রয়বাক্য থেকে একটি সিদ্ধান্ত নিঃসৃত হয়েছে
ii. সিদ্ধান্তটি আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক
iii. অনুমান প্রক্রিয়ায় সার্বিক বাক্য থেকে বিশেষ বাক্যে সিদ্ধান্ত অনুমিত হয়
নিচের কোনটি সঠিক?
অবরোহ অনুমানকে কত ভাগে ভাগ করা যায়?
অবরোহ অনুমানের প্রকারভেদে অন্তর্ভুক্ত-
i. অমাধ্যম অনুমান
ii. মাধ্যম অনুমান
iii. প্রাকৃতিক অনুমান
'সকল মানুষ হয় মরণশীল'- আশ্রয়বাক্যটি কোন ধরনের যুক্তিবাক্য?
অমাধ্যম অনুমানের ক্ষেত্রে প্রযোজ্য-
i. একটি আশ্রয়বাক্য
ii. একটি সিদ্ধান্ত
iii. একাধিক আশ্রয়বাক্য
সকল প্রাণী হয় জীব অতএব, বিড়াল নয় অজীব উপরোক্ত যুক্তিবাক্যটি কোন অনুমানে অন্তর্ভুক্ত?
অমাধ্যম অনুমানের অপর নাম কী?
অমাধ্যম অনুমানে কয়টি আশ্রয়বাক্য বিদ্যমান?
অমাধ্যম অনুমানকে যুক্তিবিদরা কত ভাগে ভাগ করেছেন?
অমাধ্যম অনুমানের প্রকারভেদে অন্তর্ভুক্ত-
i. বিরোধানুমান
ii. প্রতিবর্তন
iii. আবর্তন
একক ব্যক্তি বা বস্তুকে সংজ্ঞায়িত করা যায় না কেন?
অজাত্যর্থক পদ বলতে কাকে বোঝায়?
কার্যকারণ নিয়মের সংজ্ঞা দেওয়া সম্ভম্ব নয় কেন?
কোনগুলোকে সংজ্ঞায়নাতীত পদ বলা হয়?
বিশ্বসত্তার অপরিহার্য ধারণাগুলোকে সংজ্ঞায়িত করা যায় না কেন?
প্রকৃতির নিয়মানুবর্তিতা ও কার্যকারণের সম্পর্ক কীরূপ?
ঈশ্বর, আত্মা, দেশ, কাল ইত্যাদিকে কিসের অন্তর্ভুক্ত করা যায় না?
কামিনি সাহিত্যের লোক হলেও সবসময় যুক্তি দিয়ে কথা বলতে পছন্দ করে। কামিনি কোন বিষয় পড়াশোনা করলে যথার্থ যুক্তি প্রদান করতে পারবে?
বৈজ্ঞানিক রহিম সাহেব মানুষের জিনগত বৈশিষ্ট্য নিয়ে গবেষণারত। -এখানে রহিম সাহেব গবেষণার বিষয়ের কোন দিক প্রথমে উল্লেখ করবেন?
বৈজ্ঞানিক রাহুল সরকার প্রথমে তার গবেষণার বিষয়ের একটি সংজ্ঞা প্রদান করেন। এর অন্যতম উদ্দেশ্য কোনটি?