তৃতীয় আকারের বৈধ মূর্তি কোনটি?
প্রাকল্পিক নিরপেক্ষ মতানুসারে প্রথম নিয়ম অনুসরণ করলে যুক্তিটি হয়-
সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুসারে সংজ্ঞেয় ও সংজ্ঞার্থের মধ্যে কোন সম্পর্ক বিদ্যমান?
কী কারণে অব্যাপক সংজ্ঞানুপপত্তি ঘটে?
"মানুষ হচ্ছে এমন প্রাণী, যার পালক নেই।"- এটি কোন ধরনের সংজ্ঞাকে বোঝায়?
সংজ্ঞার্থে সংজ্ঞেয়ের পুনরুক্তি করা হলে তাকে কোন সংজ্ঞা বলে?
অসম্পূর্ণ সংজ্ঞা বলতে কী বোঝায়?
অর্থহীন চিহ্ন বলতে কী বোঝায়?
আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণের সমষ্টি দ্বারা কী বোঝায়?
পরতম জাতি বলতে কাকে বোঝায়?
কিসের কোনো আসন্নতম জাতি থাকে না?
প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের প্রথম নিয়ম অনুসরণ করলে যুক্তিটি হয়-
প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমানের দ্বিতীয় নিয়ম অনুসরণ করলে যুক্তিটি হয়-
বৈকল্পিক নিরপেক্ষ সহানুমানের অপ্রধান 'আশ্রয় বাক্যটি একটি-
i. প্রাকল্পিক যুক্তিবাক্য
ii. নিরপেক্ষ যুক্তিবাক্য
iii. বৈকল্পিক যুক্তিবাক্য
নিচের কোনটি সঠিক?
দ্বিকল্প অনুমানের অপ্রধান আশ্রয় বাক্যটি হচ্ছে-
দ্বিকল্প অনুমানের সিদ্ধান্তটি হচ্ছে একটি-
সরর গঠনমূলক দ্বিকল্পের সিদ্ধান্তটি হচ্ছে একটি-
যে অনুমান প্রক্রিয়ায় এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে সিদ্ধান্ত নিঃসৃত হয় তাকে কোন অনুমান বলে?
'অবরোহ অনুমানে বিদ্যমান-
i. এক বা একাধিক আশ্রয়বাক্য
ii. একাধিক সিদ্ধান্ত
iii. একটি সিদ্ধান্ত
সকল মানুষ মরণশীল; শুভ্র একজন মানুষ; অতএব, শুভ্র হয় মানুষ। উপরোক্ত অনুমান প্রক্রিয়াটি কোন অনুমানে প্রতীয়মান?