সকল মানুষ মরণশীল; শুভ্র একজন মানুষ; অতএব, শুভ্র হয় মানুষ। উপরোক্ত অনুমান প্রক্রিয়াটি কোন অনুমানে প্রতীয়মান?
"কোনো কাক নয় হলুদ" বাক্যটিতে কোন পদ ব্যাপ্য?
i. উদ্দেশ্য পদ
ii. বিধেয় পন
iii. মধ্যপদ
নিচের কোনটি সঠিক?
একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নিঃসৃত হয় কোন অনুমানে?
প্রকল্প হলো-
রায়হান টেবিলে রাখা মোবাইল সেটটি সেলফে দেখতে পেয়ে ধারণা করলো এটি লাফ দিয়ে টেবিল থেকে সেলফে গিয়েছে। রায়হানের এ ধারণাটি—
একটি ঝুড়িতে ৭০টি নীল এবং ৩০টি গোলাপী বল আছে। • দৈবচয়নের ভিত্তিতে একটি বল উঠানো হলে বলটি গোলাপী হওয়ার সম্ভাবনা কতটুকু?