সরল আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ-
A যুক্তিবাক্যকে আবর্তন করলে কোন যুক্তিবাক্য পাওয়া যায়?
আবর্তনে E যুক্তিবাক্যের সিদ্ধান্ত কোন যুক্তিবাক্য?
প্রতিবর্তনে এ যুক্তিবাক্যের সিদ্ধান্ত কোন যুক্তিবাক্য?
প্রতিবর্তনে ০ যুক্তিবাক্যের সিদ্ধান্ত কোন যুক্তিবাক্য?
প্রতি-আবর্তন একটি-
i. মৌলিক প্রক্রিয়া
ii. যৌগিক প্রক্রিয়া
iii. মিশ্র প্রক্রিয়া
নিচের কোনটি সঠিক?
প্রতিবর্তনে সিদ্ধান্তের বিধেয় হবে আশ্রয়বাক্যের বিধেয়ের-
আবর্তনীয়ের কোন অব্যাপ্য পদকে আবর্তিতে-
i. ব্যাপ্য করা যাবে
ii. ব্যাপ্য করা যাবে না
iii. অব্যাপ্য করা যাবে না
সহানুমানের সিদ্ধান্তের বিধেয় পদটির নাম কী?
সহানুমানে সিদ্ধান্তের উদ্দেশ্য পদটির নাম কী?
সহানুমানে যে পদটি উভয় আশ্রয় বাক্যে থাকে তাকে বলা হয়-
সহানমানের দ্বিতীম আকারে মধ্যপদেরশনটি?
সহানুমানে যুক্তির রূপ বা মূর্তি নির্ভর যুক্তিবাক্যগুলোর-
সহানুমানের যুক্তির রূপ বা মূর্তি নির্ভর যুক্তিবাক্যগুলোর-
i. গুণ অনুসারে-
ii. পরিমাণ অনুসারে
iii. গুণ ও পরিমাণ অনুসারে
সহানুমানের বৈধ মূর্তির সংখ্যা কত?
CELAREMT বৈধ মূর্তি?
FESTINO-কোন আকারের বৈধ মূর্তি?
FESAPO কোন আকারের বৈধ মূর্তি?
প্রথম আকারের বৈধ মূর্তি কোনটি?
দ্বিতীয় আকারের বৈধ মূর্তি কোনটি?