'কোনো মানুষ নয় অমর।'- যুক্তিবাক্যটির আবর্তিত রূপ হবে-
i. E বাক্য
ii. 1 বাক্য
iii. কোনো অমর জীবন নয় মানুষ
নিচের কোনটি সঠিক?
'কিছু মানুষ নয় যুক্তিবিদ'- যুক্তিবাক্যটির ক্ষেত্রে প্রযোজ্য-
i. এটি বাক্যের আবর্তনীয়
ii. বাক্যটি-আবর্তিত হয় না
iii. বাক্যটির আবর্তিত রূপ A-বাক্য
অমাধ্যম অনুমানে আবর্তনের ক্ষেত্রে-
i. আবর্তনীয় এবং আবর্তিত উভয়ের গুণ একইরূপ হবে
ii. আবর্তনীয় সমর্থক হলে আবর্তিতও সমর্থক হবে
iii. আবর্তনীয় নঞর্থক হলে আবর্তিতও নঞর্থক হবে
আবর্তনকে ভাগ করা যায়-
i. সরল আবর্তনে
ii. অসরল আবর্তনে
iii. যৌগিক আবর্তনে
সরল আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের-
i. পরিমাণ একই থাকে
ii. ব্যক্ত্যর্থ একই থাকে
iii. জাত্যর্থ একই থাকে
সরল আবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য-
i. আশ্রয়বাক্য সার্বিক হলে সিদ্ধান্ত বিশেষ হবে
ii. আশ্রয়বাক্য সার্বিক হলে সিদ্ধান্ত সার্বিক হবে
iii. আশ্রয়বাক্য বিশেষ হলে সিদ্ধান্ত বিশেষ হবে
অসরল আবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য-
i. আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের গুণগত পরিবর্তন হয়
ii. আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয়
iii. আশ্রয়বাক্য সার্বিক হলে সিদ্ধান্ত বিশেষ হয়