'সকল মানুষ মরণশীল'- যুক্তিবাক্যের আবর্তিত রূপ কোনটি?
'কোনো মানুষ নয় অমর।'- যুক্তিবাক্যটির আবর্তিত রূপ হবে-
i. E বাক্য
ii. 1 বাক্য
iii. কোনো অমর জীবন নয় মানুষ
নিচের কোনটি সঠিক?
'কিছু মানুষ নয় যুক্তিবিদ'- যুক্তিবাক্যটির ক্ষেত্রে প্রযোজ্য-
i. এটি বাক্যের আবর্তনীয়
ii. বাক্যটি-আবর্তিত হয় না
iii. বাক্যটির আবর্তিত রূপ A-বাক্য
অমাধ্যম অনুমানে কোন যুক্তিবাক্যের আবর্তন করা যায় না?
অমাধ্যম অনুমানে আবর্তনের ক্ষেত্রে-
i. আবর্তনীয় এবং আবর্তিত উভয়ের গুণ একইরূপ হবে
ii. আবর্তনীয় সমর্থক হলে আবর্তিতও সমর্থক হবে
iii. আবর্তনীয় নঞর্থক হলে আবর্তিতও নঞর্থক হবে
আবর্তনকে কয়ভাগে ভাগ করা হয়?
আবর্তনকে ভাগ করা যায়-
i. সরল আবর্তনে
ii. অসরল আবর্তনে
iii. যৌগিক আবর্তনে
সরল আবর্তনে আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের-
i. পরিমাণ একই থাকে
ii. ব্যক্ত্যর্থ একই থাকে
iii. জাত্যর্থ একই থাকে
যে আবর্তনে আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয় তাকে কোন অবর্তনে চিহ্নিত করা হয়?
সরল আবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য-
i. আশ্রয়বাক্য সার্বিক হলে সিদ্ধান্ত বিশেষ হবে
ii. আশ্রয়বাক্য সার্বিক হলে সিদ্ধান্ত সার্বিক হবে
iii. আশ্রয়বাক্য বিশেষ হলে সিদ্ধান্ত বিশেষ হবে
কোনো মানুষ নয় জৈবতা সুতরাং কোনো জৈবতা নয় মানুষ -উদাহরণটি কোন আবর্তনের দৃষ্টান্ত?
অসরল আবর্তনের ক্ষেত্রে প্রযোজ্য-
i. আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের গুণগত পরিবর্তন হয়
ii. আশ্রয়বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয়
iii. আশ্রয়বাক্য সার্বিক হলে সিদ্ধান্ত বিশেষ হয়
সকল মানুষ হয় মরণশীল অতএব, কিছু মরণশীল জীব হয় মানুষ। উপরিউক্ত উদাহরণটি কোন অবর্তনে প্রযোজ্য?
A-যুক্তিবাক্য কী ধরনের যুক্তিবাক্য?
A-বাক্যকে আবর্তন করলে কোন বাক্য পাওয়া যাবে?
অধ্যাপক কাজল রায় সর্বপ্রথম তার দর্শনে Definition শব্দটির ব্যবহার করেন। কোন যুক্তিবিদের সাথে তার মিল রয়েছে?
যুক্তিবিদ্যার গবেষক নোমান কোনো পদের সংজ্ঞায় তার আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখের কৌশলটি প্রবর্তন করেন। কৌশলটির সাথে সাদৃশ্য রয়েছে কোনটির?
রবিন 'কবি' পদটির সংজ্ঞায়নের ক্ষেত্রে কিট্স, শেলি, বায়রন প্রমুখ কবিতা লেখকের নাম উল্লেখ করে 'কবি' পদটির অর্থ বোঝানোর চেষ্টা করেন। এখানে সংজ্ঞায়নে কোনটির প্রয়োগ লক্ষ করা যায়?
যুক্তিবিদ আরভিং এম কপি বলেন, জাত্যর্থের পাশাপাশি ব্যক্তর্থের উল্লেখ দ্বারাও কোনো পদের সংজ্ঞা প্রদান করা সম্ভব। কোন ক্ষেত্রে এ পদ্ধতির প্রয়োগ সম্ভব নয়?
মোমিন সাহেব যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে এর পাঁচ ধরনের সংজ্ঞার উল্লেখ করেন। মোমিন সাহেবের সাথে কোন যুক্তিবিদের সাদৃশ্য রয়েছে?