সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, অতএব সকল বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ। উপরিউক্ত দৃষ্টান্তটিতে লক্ষণীয়-
i. আবর্তনীয় এবং আবর্তিত উভয়ই A-যুক্তিবাক্য
ii. উদ্দেশ্য ও বিধেয় একই যুক্তি বা বস্তুকে নির্দেশ করে
iii. উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদই ব্যাপ্য
নিচের কোনটি সঠিক?
সকল ঘোড়া হয় চতুষ্পদ জীব অতএব সকল চতুষ্পদ জীব হয় ঘোড়া। উপরিউক্ত দৃষ্টান্তটি –
i. সরল আবর্তন
ii. উভয় A-যুক্তিবাক্য
iii. অবৈধ সরল আবর্তন
কিছু মানুষ নয় ডাক্তার কিছু ডাক্তার নয় মানুষ উপরিউক্ত দৃষ্টান্তটি –
i. একটি অবৈধ অবর্তন
ii. O-বাক্যের অবৈধ আবর্তনজনিত অনুপত্তি ঘটেছে
iii. আবর্তনের নিয়ম বিরোধী
প্রতিবর্তনের ক্ষেত্রে লক্ষণীয়-
i. সদর্থক যুক্তিবাক্যের নঞর্থক করা হয়
ii. নঞর্থক যুক্তিবাক্যকে সদর্থক করা হয়
iii. সদর্থক যুক্তিবাক্যের সদর্থকরূপ বহাল রাখা হয়
প্রতিবর্তনের আশ্রয়বাক্য ও সিদ্ধান্তকে বলা হয়-
i. আবর্তনীয়
ii. প্রতিবর্তনীয়
iii. প্রতিবর্তিত
সকল মানুষ হয় মরণশীল, অতএব কোনো মানুষ নয় অমরণশীল উপরিউক্ত দৃষ্টান্তটিকে প্রতিবর্তন বলে। কারণ-
i . এটি একটি অমাধ্যম অনুমান
ii. অনুমানে আশ্রয়বাক্যের গুণ পরিবর্তন করা হয়েছে
iii. অনুমানের অর্থ অপরিবর্তিত রেখে সিদ্ধান্ত নিঃসৃত হয়েছে
উদ্দীপকের উদাহরণটি একটি -
i. অমাধ্যম অনুমান
ii. মাধ্যম অনুমান
iii. প্রতিবর্তন