অমাধ্যম অনুমান উদঘাটন প্রক্রিয়ার অন্তর্গত-
i. আবর্তন
ii. প্রতিবর্তন
iii. প্রতি-আবর্তন
নিচের কোনটি সঠিক?
মানুষ ও উদ্ভিদের মধ্যে তিনটি বিষয়ের মিল আছে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, মানুষের মতো উদ্ভিদের ও প্রাণ আছে। বিষয় তিনটি কী হতে পারে?
i. জন্ম ও মৃত্যু
ii. জন্ম ও বৃদ্ধি
iii. জন্ম ও চলন
"আরোহ ঘটনা সংযোজন হতে পারে কিন্তু ঘটনা সংযোজন আরোহ নয়।"- উক্তিটি কার?
কারা গণিত শাস্ত্রের গোড়াপত্তন করেন?
যে অমাধ্যম অবরোহ অনুমানে বিধিসম্মতভাবে কোনো আশ্রয়বাক্যের উদ্দেশ্যের স্থলে তার বিধেয়কে, আর বিধেয়ের স্থলে তার উদ্দেশ্যকে গ্রহণ করে সিদ্ধান্ত নিঃসৃত হয়, তাকে কী বলা হয়?
যে পদ একটিমাত্র শব্দ দ্বারা গঠিত তাকে কোন পদ বলা হয়?