ভোক্তা নির্দিষ্ট দামে একটি দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে তাকে কী বলে?
চাহিদা কমে যখন-
i. সম্পদের অসম বণ্টন হয়
ii. নগদ প্রিয়তা বাড়ে
iii. সঞ্চয় বাড়ে
নিচের কোনটি সঠিক?
বিকল্প দ্রব্যের উদাহরণ কোনটি?
একটি নির্দিষ্ট সময়ে একটি দ্রব্য ক্রমাগতভাবে ভোগ করতে থাকলে তার কোনটি হ্রাস পায়?
এক্ষেত্রে X দ্রব্যের দাম স্থিতিস্থাপকতা কত?
উৎপাদনের জীবন্ত উপকরণ কোনটি?
রাজমিস্ত্রী বিভিন্ন হাতিয়ার দিয়ে বিল্ডিং তৈরির কাজ করেন। তার এই হাতিয়ারগুলো অর্থনীতিতে কী বলে গণ্য করা হয়?
প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের চেয়ে বেশি থাকলে গড় উৎপাদন কেমন হবে?
কোনো ফার্মের ব্যবহৃত উপকরণ এবং বস্তুগত উৎপাদনের মধ্যকার কারিগরি সম্পর্ককে কী বলে?
করিমের গোলাপ ফুল বিক্রির মোট মুনাফা কত?
মোতালেবের সাবান কারখানায় মোট পরিবর্তনীয় খরচের (TVC) পরিমাণ কত?
কোনটি দীর্ঘমেয়াদে ঘটে?
পূর্ণ প্রতিযোগিতার বাজারে AR ও MR রেখা কোন দিকে গমন করে?
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে-
i. P = MR
ii. P = AR
iii. AR > MR
একচেটিয়া কারবারির উৎপাদনের মূল লক্ষ্য কী?
'সাবান' কোন বাজারের উদাহরণ?
সামগ্রিক আয় সাধারণত কত বছরের প্রাপ্ত আয়ের সমষ্টি?
সামগ্রিক আয় পরিমাপে মাধ্যমিক দ্রব্য বিবেচনা করলে কী ধরনের সমস্যা দেখা দেয়?
শ্রমের দক্ষতা কীসের ওপর নির্ভরশীল?
বাংলাদেশের শ্রমশক্তির অন্যতম দুর্বল দিক কোনটি?