দুধের বাজার কোন ধরনের?
ঝালমুড়ি বিক্রির এই বিষয়টিকে কোন বাজারের সাথে তুলনা করা যায়?
উদ্দীপক অনুযায়ী মোট আয় কত?
মনোপলি বাজারের ক্ষেত্রে কোনটি সঠিক?
সমজাতীয় দ্রব্য উৎপাদনকারী সকল প্রতিষ্ঠানকে একত্রে বলে-
রহমানের জুট মিলে কেউ পাট তৈরি করে, কেউ দড়ি তৈরি করে, আবার কেউ বস্তা তৈরি করে। এই সবগুলো ইউনিট মিলে কী গঠিত হয়?
কীসের ভিত্তিতে বাজারের ধরন ভিন্ন হতে পারে?
অধ্যাপক মার্শাল দ্রব্যের দাম নির্ধারণ প্রক্রিয়া কীসের ভিত্তিতে দেখিয়েছেন?
কোন বাজারে বিক্রেতার ইচ্ছা অনুযায়ী দ্রব্যের যোগান নির্ধারিত হয়?
একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে ফার্ম কী ধরনের মুনাফা অর্জন করে?
বিশুদ্ধ অলিগোপলি বাজারে কোন ধরনের দ্রব্য বিক্রি হয়?
'সাবান' কোন বাজারের উদাহরণ?
একই ব্যবস্থাপনায় উৎপাদনের সকল প্লান্টের সমষ্টিকে কী বলে?
সমজাতীয় দ্রব্য ও সেবা উৎপাদনকারী কোনো একক প্রতিষ্ঠানকে কী বলে?
মোট আয় থেকে মোট ব্যয়ের পার্থক্যকে কী বলে?
স্বল্পকালে ফার্ম তার কোন উপাদান পরিবর্তন করতে পারে না?
উদ্দীপকে চাহিদা রেখা কোনটি?
উদ্দীপকে উৎপাদনকারীর মুনাফার পরিমাণ হবে-
উক্ত সংজ্ঞা অনুসারে বাজারের বৈশিষ্ট্য হলো-
i. নির্দিষ্ট অঞ্চল বা স্থান
ii. ক্রয়-বিক্রয়যোগ্য এক বা একাকি দ্রব্য বা সেবা
iii. ক্রেতা ও বিক্রেতার মধ্যে দরকষাকষির মাধ্যমে দাম নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
১৯৩০ সালের মহামন্দার পর কোন অর্থনীতির মাইলফলক শুরু হয়?