মাত্রাগত উৎপাদন কত প্রকার?
দীর্ঘকালে উৎপাদনের মোট ব্যয় কী দ্বারা নির্দেশ করা হয়?
কোন রেখার আকৃতি ভূমি অক্ষের সমান্তরাল হয়?
কোনো দ্রব্যের এক একক উৎপাদন বৃদ্ধি করতে অন্য দ্রব্যের উৎপাদন যতটুকু ছাড়তে হয় তাকে, কি বলে?
কোনটি স্থির খরচের অন্তর্গত?
গড় স্থির ব্যয় কখনোই-
1. ধনাত্মক হয় না
ii. শূন্য হয় না
iii. ঋণাত্মক হয় না
নিচের কোনটি সঠিক?
অর্থনীতিতে দীর্ঘকাল বলতে কী বোঝায়?
কোনটি দীর্ঘকালে মোট ব্যয় (TC) এর সূত্র?
দীর্ঘকালীন LTC রেখার আকৃতি কী হয়?
মোট ব্যয় নির্ভর করে-
i. মোট স্থির ব্যয়ের ওপর
ii. মোট পরিবর্তনশীল ব্যয়ের ওপর
iii. মোট গড় ব্যয়ের ওপর
উৎপাদনকারী উৎপাদিত দ্রব্য সবটুকু বিক্রি করে যে পরিমাণ অর্থ পায় তাকে কী বলে?মোট আয়
ধান মজুত করে ভাদ্র-আশ্বিন মাসে বিক্রি করায় যে উৎপাদন সৃষ্টি হয়, তাকে কী বলে?
উৎপাদনের পরিমাণ 30 এককের চেয়ে বেশি হলে নিচের কোনটি সঠিক হবে?
জনাব হামিদ একটি বিস্কুট কারখানা স্থাপন করলেন কিন্তু উৎপাদন শুরু করতে পারেননি। এক্ষেত্রে তার ব্যয় হচ্ছে-
কৃষিতে লাঙলের পরিবর্তে ট্রাক্টর ব্যবহারের অর্থনৈতিক কারণ-
i. শ্রমের দক্ষতা বৃদ্ধি করা
ii. উৎপাদন ব্যয় হ্রাস করা
iii. লাঙল ব্যবহার কষ্টসাধ্য
প্রকৃতি প্রদত্ত বস্তুর সাথে অতিরিক্ত উপযোগ সংযোজন করাকে কী বলে?
উপযোগ সৃষ্টির বিভিন্ন প্রক্রিয়াকে কয় ভাগে ভাগ করা যায়?
শহরে ময়লা-আবর্জনা হতে বিশেষ প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন হলে, কী ধরনের উপযোগ সৃষ্টি হয়?
রায়হান একজন শিল্প উদ্যোক্তা। একজন সংগঠক হিসেবে তিনি-
i. উৎপাদনের উপাদান সংগ্রহ করেন
ii. সব কাজ তদারকি করেন
iii. দক্ষতার সাথে কারবার পরিচালনা করেন
কোনটি সক্রিয় উপকরণ?