উৎপাদনের উপকরণ হলো-
i. ভূমি
ii. প্রযুক্তি
iii. সংগঠন
নিচের কোনটি সঠিক?
প্রান্তিক উৎপাদন রেখা গড় উৎপাদন রেখার কোন বিন্দুতে ছেদ করে?
উপকরণ-উৎপাদন সম্পর্ক প্রকাশ পায় কোন অপেক্ষক দ্বারা?
মূলধন নিবিড় প্রযুক্তি কৌশল কোনটি?
উৎপাদন ব্যবস্থায় উপকরণ বৃদ্ধির সাথে উৎপাদন কৌশল ও প্রযুক্তিগত পরিবর্তন করা হলে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কী হয়?
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি অনুযায়ী প্রান্তিক উৎপাদন রেখা সর্বোচ্চ উৎপাদনের পর এর আকৃতি কেমন হয়?
সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধিতে মোট উৎপাদন রেখা TP ঊর্ধ্বগামী হলে MP কী হবে?
ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন অপেক্ষক হলো-
i. Q=λQ
ii. Q=6Q>3Q>Q
iii. Q = 3λQ
উপকরণ পরিবর্তন করে উৎপাদন কার্যের জন্য উপকরণগুলোর যে ব্যয় হয় তাকে বলে?
মোট ব্যয় SMC < SAC হলে দীর্ঘকালে গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক হবে
দীর্ঘকালীন মোট ব্যয় রেখার আকৃতি
1. সরলাকৃতির
ii. বক্র আকৃতির
iii. ডানদিকে ঊর্ধ্বগামী
দীর্ঘকালীন গড় ব্যয় রেখা এনভেলাপ আকৃতির হয়। কারণ
i. উৎপাদনের প্রথম অবস্থা ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন
ii. নির্দিষ্ট স্তরে স্থির মাত্রাগত উৎপাদন
iii. ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন
উদ্দীপক অনুযায়ী ৫ একক শ্রম নিয়োগের ক্ষেত্রে প্রান্তিক উৎপাদন কত হবে?
কীসের প্রকৃতি অনুযায়ী বাজার ধারণা আলোচনা করা হয়?
ঈদ উপলক্ষে মি. রহিম নরসিংদী থেকে কাপড় কিনে এনে ঢাকায় বিক্রি করেন। এখানে কোন জাতীয় বাজার নির্দেশ করে?
পূর্ণ প্রতিযোগিতার বাজারে দীর্ঘমেয়াদে শিল্প কেমন মুনাফা অর্জন করে?
ক্লোজআপ টুথপেস্ট কোন বাজারের পণ্য?
মুষ্টিমেয় বিক্রেতার বাজার কোনটি?
মনোপসনি বাজার কোন বাজারের বিপরীত অবস্থায় থাকে?
অলিগোপলি বাজারের বৈশিষ্ট্য হলো-
i. প্রচুর বিজ্ঞাপন ব্যয়
ii. মুনাফা অর্জনে দলীয় স্বার্থ বিবেচনা
iii. দামের অনমনীয়তা