আয় পদ্ধতি অনুসারে মূলধন থেকে আসে কোনটি?
সাহেদ সাহেব পুরাতন একটি বাড়ি ক্রয় করলেন। এক্ষেত্রে বাড়িটি জিডিপি-এর আওতাভুক্ত না হওয়ার কারণ-
i. পূর্বে তৈরিকৃত বলে
ii. দ্বৈত গণনা সমস্যা দেখা দিবে
iii. ক্ষতির পরিমাণ বেশি হবে
নিচের কোনটি সঠিক?
কোনটিতে বিদেশিদের আয় অন্তর্ভুক্ত হয়?
মোট জাতীয় আয় কী?
কোনটি থেকে একটি দেশের অর্থনীতির সঠিক চিত্র পাওয়া যায়?
চার খাতের অর্থনীতিকে কী বলা হয়?
কোনটি শূন্য আয়েও বজায় থাকে?
কোনো ব্যক্তি প্রত্যাশিত আয় থেকে যে সঞ্চয় করে তাকে কী বলে?
সঞ্চয় ও বিনিয়োগ সমান ও অসমান হয়েছে কিনা তা জানার জন্য প্রয়োজন-
i. প্রকৃত সঞ্চয় ও বিনিয়োগের ধারণা
ii. পরিকল্পিত সঞ্চয় ও বিনিয়োগের ধারণা
iii. পরিমিত সঞ্চয় ও বিনিয়োগের ধারণা
মুক্ত বাজার অর্থনীতিতে জাতীয় আয়ের সূত্র কোনটি?
একটি দেশের মোট আয়ের ধারণা দিতে পারে-
i. মোট জাতীয় আয়
ii. মোট দেশজ উৎপাদন
iii. নিট জাতীয় আয়
মোট জাতীয় আয়ে বিবেচনা করা হয়-
1. দেশের ভেতরের উৎপাদিত দ্রব্যসামগ্রীকে
ii. দেশের বাইরে উৎপাদিত দ্রব্যসামগ্রীকে
iii. পরোক্ষ ব্যবসায়িক করের সমষ্টিকে
মূলধন সামগ্রীর ক্ষয়ক্ষতি অন্তর্ভুক্ত থাকে কোনটিতে?
মি. জন একজন গায়ক। তিনি প্রায়ই তার বন্ধুদের গান শোনান। তার এই কর্মকাণ্ড GDP নির্ধারণে কী হবে?
সাহেদ সাহেব পুরাতন একটি ফ্ল্যাট ক্রয় করলেন। এক্ষেত্রে এটি GDP এর আওতাভুক্ত না হওয়ার কারণ হলো-
i. পূর্বে উৎপাদিত
iii. এটি নতুন করে তৈরি করতে হবে
মানুষ তার চাহিদা মেটানোর জন্য যেসব দ্রব্য ও সেবাকর্ম ক্রয় করে অর্থ ব্যয় করে তার সমষ্টিকে কী বলে?
বিনিয়োগ কীসের ওপর নির্ভর করে?
আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে কোনটি থাকে?
ব্যক্তির ব্যয়যোগ্য আয় থেকে কী বাদ দিলে ব্যক্তিগত সঞ্চয় পাওয়া যায়?