সামাজিক মর্যাদা নির্দেশক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধির ব্যতিক্রম প্রথম কে উল্লেখ করেন?
বাজার চাহিদা কী ধরনের ধারণা?
একজন ভোক্তার চাহিদাকে কোন চাহিদা বলে?
কলম ও কালি পরস্পর কোন ধরনের দ্রব্য?
দ্রব্যের দামের পরিবর্তনের প্রেক্ষিতে চাহিদার ব্যাপক পরিবর্তন হলে তাকে কোন চাহিদা বলে?
একটি দ্রব্যের দাম ১০ টাকা থেকে হ্রাস পেয়ে ৮ টাকা হলে এর চাহিদা ১০০ একক থেকে বৃদ্ধি পেয়ে ১৫০ একক হলো। চাহিদার স্থিতিস্থাপকতা কত?
যে বিধি দ্রব্যের দাম ও যোগানের মধ্যে সমমুখী সম্পর্ক প্রদর্শন করে তাকে কী বলে?
কোনো দ্রব্যের অতি স্বল্পকালীন যোগান রেখা কী ধরনের হবে?
উৎপাদকের ভোগ বৃদ্ধি পেলে কী ঘটে?
অসীম স্থিতিস্থাপকতায় দামের সামান্য পরিবর্তন যোগানের কীরূপ পরিবর্তন ঘটে?
ভারসাম্য অবস্থা কখন অর্জিত হয়?
বাজারে চাহিদা ও যোগান সমান না হলে নিচের কোনটি ঘটে?
রিংকুর বাবার মাছ কেনার ঘটনায় সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে কোন বিষয়টি?
. SS' রেখাটির নিচের কোন সমীকরণের চিত্ররূপ?
উৎপাদনে উপকরণ সংগ্রহ ও তদারকি করে কে?
আখের ছোবড়া থেকে কাগজ তৈরি হলে কী ধরনের উপযোগ সৃষ্টি হয়?
পরিবহন ব্যবস্থা কোন ধরনের উপযোগ সৃষ্টি করে?
সমজাতীয়তার ভিত্তিতে উৎপাদন অপেক্ষক হলো-
i. সমজাতীয় উৎপাদন অপেক্ষক
ii. অসমজাতীয় উৎপাদন অপেক্ষক
iii. সমানুপাতিক প্রান্তিক উৎপাদন অপেক্ষক
নিচের কোনটি সঠিক?
নেশাজাতীয় দ্রব্যের ক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি-
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে যখন MP ঋণাত্মক তখন AP কী হবে?