একজন বিক্রেতা একটি দ্রব্য কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে যে পরিমাণ বিক্রি করতে প্রস্তুত থাকে, তাকে বলে-
যখন কোনো একটি দ্রব্যের প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়, তখন মোট উপযোগ-
Q=C+dp সমীকরণটির ঢাল নিম্নের কোন প্রতীক দ্বারা নির্দেশিত হয়?
চাহিদার হ্রাস-বৃদ্ধি ঘটবে যখন-
i. দামের পরিবর্তন হয়
ii. আয়ের পরিবর্তন হয়
iii. রুচির পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
বাজার ভারসাম্যের ক্ষেত্রে এটি লক্ষণীয় যে-
i. অতিরিক্ত চাহিদার কারণে দাম বাড়ে
ii. অতিরিক্ত যোগানের কারণে দাম কমে
iii. চাহিদা ও যোগান সমান হলে দাম স্থির থাকে
কোনটি সংখ্যাবাচক উপযোগ?
জনি বাজার থেকে ১০টি আম কিনে এনে প্রথম ৪টি আম খাওয়ার পর বাকিগুলো খেতে পারলো না। জনির আচরণে অর্থনীতির কোন ধারণার প্রকাশ পেয়েছে?
মোট উপযোগ কীসের ওপর নির্ভর করে?
মিঠু ৪টি পেয়ারা কিনলো, এক্ষেত্রে ৪র্থ পেয়ারাটিকে কী বলা যায়?
ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ রেখা কীরূপ হয়?
কোনো ব্যক্তির টেলিভিশন কেনার ইচ্ছা, সামর্থ্য ও অর্থ রয়েছে। একে আমরা কী বলতে পারি?
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যকে কী বলা হয়?
স্বল্প আয়ের মানুষ সাধারণত ভাতের অভাবে কম দামে আলু খায়। এক্ষেত্রে নিচের কোনটি গিফেন দ্রব্য?
চাহিদা বিধিতে নিম্নের কোনটির সাহায্যে চাহিদার পরিমাণ নির্ধারিত হয়?
আকর্ষণীয় বিজ্ঞাপন বিশেষভাবে কী প্রভাবিত করে?
অর্থনীতিতে পরিবর্তক দ্রব্য হলো-
i. কালি-কলম
ii. চিনি-গুড়
iii. চা-কফি
যে রাশি ভিন্ন ভিন্ন মান গ্রহণ করতে পারে তাকে কী বলে?
যে চলকের মান অন্য কোনো চলকের মানের ওপর নির্ভর করে না তাকে কী বলে?
Q = 10-5P এখানে 10 হচ্ছে-
i. পরামিতি
ii. ধ্রুবক
iii. ছেদক
Qd = 10-2P চাহিদা সমীকরণে কত টাকা দামে চাহিদা শূন্য হবে?