জনাব করিম সাহেবের আয় বেড়ে যাওয়ার পূর্বে যে দ্রব্যটি ব্যবহার করত বর্তমানে তার তুলনায় কম ব্যবহার করে; দ্রব্যটি কোন ধরনের?
স্বাভাবিক দ্রব্যের আয় স্থিতিস্থাপকতা কী ধরনের হয়?
দাম স্থিতিস্থাপকতা পরিমাপ করা হয়-
1. চাহিদার পরিমাণের শতকরা হার দ্বারা
ii. দামের পরিমাণের শতকরা হার দ্বারা
iii. চাহিদার পরিমাণের সংবেদনশীলতা দ্বারা
নিচের কোনটি সঠিক?
কোন মানটি হলে বোঝা যাবে দ্রব্যটি অস্থিতিস্থাপক চাহিদা?
কোন ব্যক্তির আয় ১০০০ টাকা তখন দ্রব্যের চাহিদা ২০ একক, আয় বেড়ে ২০০০ টাকা হলে উক্ত দ্রব্যের চাহিদা হয় ১০ একক, দ্রব্যটি কীরূপ?
ক্রেতা কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বাজারে সরবরাহকৃত কোনো দ্রব্যের যে পরিমাণ ক্রয় করতে রাজি থাকে, তাকে কী বলে?
Q =- c + dp কোন ধরনের সমীকরণ?
ভূমি অক্ষের সমান্তরাল হয় কোন যোগান রেখা?
যোগান বিধি অনুযায়ী, দাম ও যোগানের সম্পর্ক-
i. ধনাত্মক
ii. ঋণাত্মক
iii. সমমুখী
KL রেখার ঢাল কত?
উপরের চিত্রে চাহিদার স্থিতিস্থাপক হলো-
রফিকের জর্দা বিক্রির যৌক্তিক কারণ কী?
উপযোগ কোন ধরনের ধারণা?
কোনটি সংখ্যাবাচক উপযোগ?
উপযোগ পরিমাপের একক-
প্রান্তিক উপযোগ হ্রাসের কারণ কী?
২টি আম ভোগের ফলে মোট উপযোগ হলো ১২ টাকা। ৩টি আম ভোগের ফলে যদি মোেট উপযোেগ ১৫ টাকা হয় তাহলে ভোক্তার প্রান্তিক উপযোগ কত?
কোনটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির শর্ত?
কোনটি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির বহির্ভূত ?
নিত্য ব্যবহার্য দ্রব্য চাল, লবণ, আলু কোন জাতীয় দ্রব্য?