কোন পানিতে প্রথম জীবের উৎপত্তি হয়েছিল?
প্রোটোভাইরাস সৃষ্টির আগে বায়ুমণ্ডলে যে গ্যাসটি ছিল তা হলো:
(i) অক্সিজেন
(ii) হাইড্রোজেন
(iii) নাইট্রোজেন
নিচের কোনটি সঠিক?
( ক) i ও ii
(খ) ii ও iii
(গ)i ও iii
(ঘ) i, ii ও iii
স্বাভাবিক বয়স্ক লোকের চোখে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্ব কত?
উত্তল লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য হলো: (i) এটির ক্ষমতা ধনাত্মক (ii) লেন্সের মধ্যভাগ সরু ও প্রান্ত মোটা (iii) সমান্তরাল রশ্মিগুলোকে একটি বিন্দুতে মিলিত করে
চিত্রটি লক্ষ কর এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
৩. উদ্দীপকে উল্লিখিত চোখের ত্রুটিকে কী বলা হয়?
উল্লিখিত ত্রুটি দূর করতে হলে কোন ধরনের লেন্স ব্যবহার করতে হবে?
কোন ধরনের তন্তুর জন্য হেলকিং করা প্রয়োজন?
পাশের চিত্রে উৎপাদিত তন্তুটির বৈশিষ্ট্য হচ্ছে এটি ( i) বেশ মিহি (ii) খুব সস্তা (iii) দ্রুত গরম হয়
পরের চিত্রটি থেকে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
চিত্র : A
চিত্র : B
B চিত্রে উৎপাদিত দ্রব্যটির সাথে কোনটির সাদৃশ্য রয়েছে?
কোনটি দুর্বল এসিড?
একটি বর্ণহীন দ্রবণে NaOH মিশালে দ্রবণ টি গোলাপি হয়ে গেল। এ দ্রবণটি কী?
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
রাজির পায়ে পিঁপড়া কামড় দেওয়ায় তার পায়ে যন্ত্রণা হয় এবং পাটি ফুলে যায়। তার মা পায়ে একটু কেরামিন লোশন লাগিয়ে দেন। এতে রাজির পায়ের জ্বালা কমে যায়।
পায়ে লাগানো লোশনটি; (i) এসিডকে প্রশমিত করে (11) জিংক কার্বনেট জাতীয় লবণ (iii) মেলিটিন ও অ্যাপারিন নামক এসিডিক পদার্থ
সবচেয়ে নরম খনিজ কোনটি?
সবিসয়েল স্তরের মাটি: (ii) খনিজ পদার্থসমৃদ্ধ (i) শিলাচূর্ণে ভরপুর (iii) জৈব পদার্থসমৃদ্ধ
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও: টোকিও শহরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি মাটিতে কোনো উদ্ভিদ জন্মে না কেবল মাশরুম ভালো জন্মে।
কোন মাটিতে ভালো ফসল ফলে?
পরবর্তী চিত্রটি থেকে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও:XYZকোন স্তরে শিলাপূর্ণ থাকে?
সবচেয়ে উপরের স্তরের মাটিতে ভালো ফসল হওয়ার কারণ হলো, এ মাটিতে:
কোন দুর্যোগটি শুধু সাগরে সংঘটিত হয়?
গ্রিন হাউস গ্যাস বৃদ্ধিরকারণ-(i) যানবাহন (ii) শিল্পকারখানা (iii) বিদ্যুৎ উৎপাদন কেন্দ্ৰ
পাশের চিত্র অবলম্বনে ৩ ও ৪ প্রশ্নের উত্তর দাও। চিত্রে প্রদর্শিত কারখানা থেকে কোন গ্যাস নির্গত হয় না?
উপরের কারখানা হতে নির্গত গ্যাসের মাধ্যমে সৃষ্ট এসিড বৃষ্টি মানুষের কোন রোগটি সৃষ্টি করে?
সেক্স ক্রোমোজোমের সংখ্যা কতটি?
ক্রোমোজোমে যে মৌলিক পদার্থ থাকে তা হলো : (i) ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম (ii) লৌহ ও ম্যাগনেসিয়াম (iii) ক্যালসিয়াম ও অ্যালুমিনিয়াম
পাশের চিত্রটি থেকে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
৩. চিত্রটি কিসের?
চিত্রের কোন অংশটি সেন্ট্রোমিয়ার?
কোনটি অ্যামিটারের প্রতীক?
তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় প্রলেপ দেওয়া হয়-(i) লোহার ওপর নিকেলের (ii) দস্তার ওপর লোহার (iii) তামার ওপর সোনার
নিচের কোনটি সঠিক?(খ) iiii
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:রিপন বকশীগঞ্জে বাস করে। এখানে প্রায়ই বিদ্যুতের লোডশেডিং হয়। এ কারণে বিভিন্ন কাজে অসুবিধা হওয়ায় রিপন বাড়িতে আইপিএস লাগিয়েছে।৩. বিদ্যুতের বিকল্প হিসেবে লাগানো যন্ত্রটির ক্ষেত্রে প্রয়োজ্য: (i) এটি অপর্যাপ্ত প্রবাহে চলে (11) নিম্ন ভোল্টেজে চার্জিত হয় (iii) তড়িতের আউটপুটের সাথে সংযুক্ত থাকে
বকশীগঞ্জে সমস্যার কারণ: (1) বিদ্যুতের সিস্টেম লস (ii) সরবরাহ পদ্ধতির ত্রুটি (iii) চাহিদার তুলনায় তড়িতের স্বল্প উৎপাদন
সকল নেটওয়ার্কের জননী কোনটি?
কম্পিউটারের ক্ষেত্রে প্রযোজ্য: 1. কম্পিউটার ভুল করে না, ভুল শনাক্ত করতে পারে ii. কম্পিউটারনিজে ভুল সংশোধন করতে পারে iii. কম্পিউটার অক্লান্ত ও নির্ভুলভাবে কাজ করতে পারে
নিচের চিত্রগুলো থেকে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :আবহাওয়ার সংবাদ শুনতে কোনটি কার্যকর?
'P' বক্সটির অধিক ব্যবহারে: i. মাথাব্যথা ও বমি বমি ভাব হতে পারে i. খিচুনি ও উচ্চ রপ্তচাপ হতে পারে iii. ভালো ঘুম হতে পারে
ক্যান্সারের চিকিৎসায় কোনটি ব্যবহার করা হয়?
এন্ডোস্কোপিতে প্রয়োগ করা হয় 1. আলোর প্রতিসরণ 11. বৈদ্যুতিক তরঙ্গের নিঃসরণ iii. আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:রফিক সাহেব বুকে ব্যথা অনুভব করলে তিনি একটি পরীক্ষা করালেন। এই পরীক্ষা করার সময় রফিক সাহেবের রক্তনালিকা দিয়ে এক ধরনের বিশেষ তরল পদার্থ প্রবেশ করানো হয়।
রফিক সাহেৰ কোন পরীক্ষাটি করালে?
রফিক সাহেবের রক্ত নালিকায় প্রবেশ করানো পদার্থটি কী?
গাছ থেকে একটি ফল মাটিতে পড়ল—এটি কোন বলের উদারণ?
ৰল : (i) বস্তুরদিক অপরিবর্তিত রাখে (ii) বস্তুর আকৃতি পরিবর্তন করে (iii) স্থির বস্তুকে গতিশীল করে
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
N বল প্রয়োগ করার একটি বস্তুর ত্বরণ হল ও মি/সে। বল প্রয়োগ বন্ধ করে বস্তুটিকে মেঝেতে ছেড়ে দেওয়া হলো। বস্তুটি কিছু দুর যাওয়ার পর থেমে গেল।
৩. বস্তুর ভর কত?
কোন বলের কারণে বস্তুটি থেমে গেল?
সিসার ক্ষতিকর প্রভাবে কোনটি হতে পারে?
কিডনি বিকল হয় পানিতে কোন পদার্থ থাকলে?
সমুদ্রের উচ্চতা দুই মিটার বাড়লে বাংলাদেশের কি পরিমাণ এলাকা পানির নিচে চলে যাবে?
সমুদ্রের পানির উচ্চতা ৪৫ সে.মি. বাড়লে সুন্দরবনের কি পরিমাণ অংশ পানির নিচে তলিয়ে যাবে?
আলট্রাসনোগ্রাফিতে ব্যবহৃত হয় কোনটি?
কোরটিতে লোহিত রক্ত কণিকা সঞ্চিত থাকে?