নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :
রাজির পায়ে পিঁপড়া কামড় দেওয়ায় তার পায়ে যন্ত্রণা হয় এবং পাটি ফুলে যায়। তার মা পায়ে একটু কেরামিন লোশন লাগিয়ে দেন। এতে রাজির পায়ের জ্বালা কমে যায়।
পিঁপড়ার কামড়ের মাধ্যমে কোন এসিড নিঃসৃত হয়।
উদ্দীপকের রোগটির লক্ষণ-
i. ঘন ঘন প্রস্রাব হওয়া
ii. মাথা ব্যথা হওয়া
iii. শরীরের কোথাও ক্ষতের সৃষ্টি হলে দেরিতে শুকানো
নিচের কোনটি সঠিক?
বৈশ্বিক উষ্ণতার মূল কারণ—
i. যানবাহন
ii. দাবানল
iii. সিএফসি
নিচের কোনটি সঠি?
দ্রবণটি –
i. তুঁতের দ্রবণ
ii. তড়িৎ বিশ্লেষ্য পদার্থ
iii. অম্লীয়
কোন উদ্ভিদে পর-পরাগায়ন ঘটে?