‘চৌঠা’ কোন ধরনের শব্দ ?
বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
'অন্বেষণ' এর সঠিক সন্ধি বিচ্ছেদ কী?
এ দেশের মাঝে একদিন সব ছিল। এখানে “মাঝে' অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি -এর সংকুচিত রূপ হলো-
কোন বাক্যে কর্তায় এ বিভক্তির উদাহরণ দেওয়া হয়েছে?
সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন চিহ্ন বসে?
'বিপদাপন্ন' কোন তৎপুরুষ সমাস?
বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুইটি কী কী ?
সম্বন্ধ পদ বাক্যে কোথায় বসে?
সমধাতুজ কর্মপদের উদাহরণ কোনটি?
কোনো কোনো ধ্বনি উচ্চারণের সময় নিশ্বাস জোরে সংযোজিত হয়। এরূপ ধ্বনিকে কী বলে?
কোন গুচ্ছের সবগুলো ধাতু অসম্পূর্ণ ধাতু?
'বাঁশি বাজে ঐ মধুর লগনে'- এটা কোন বাচ্যের উদাহরণ?
আশ্রিত খণ্ডবাক্য কত প্রকার?
একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর ঘরের পরিবর্তন ঘটলে তাকে কী বলে?
ভাববাচক বিশেষ্য গঠনে কোন প্রত্যয় যুক্ত হয়?
অনেক ব্যাকরণবিদ বাংলা ব্যাকরণে কোন কারক স্বীকার করেন না?
“সে দিন কি আর আসবে?"- এ বাক্যে 'আর' অব্যয় কী অর্থে ব্যবহৃত হয়েছে?
'কাছা টিলা' বাগধারাটির অর্থ কী?
'রোগ হলে ওষুধ খাবে।’ কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
দুটি সমবর্ণের একটির পরিবর্তনকে কী বলে?
কোনটি সংযোগজ্ঞাপক সর্বনাম?
নিচের কোন সমাসে পরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয়?
নিচের কোন শব্দে স্বভাবতই 'ষ' ব্যবহৃত হয়েছে?
উক্তি পরিবর্তনের ক্ষেত্রে বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য কোন পদের পরিবর্তন করতে হয় ?
একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহৃত হয় ?
যারা ভালো ছেলে, তারা শিক্ষকের আদেশ পালন করে- এটি কোন ধরনের বাক্য?
'বাইশা' শব্দে কী অর্থে আ-প্রত্যয় যুক্ত হয়েছে?
'বৃষ্টি আসে আসুক'- বাক্যের ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করে?
‘নামিল নভে বাদল ছলছল বেদনায়’। বাক্যটিতে দ্বিরুক্ত শব্দ কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে?
এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি- বাক্যটি কোন কালের?
পাতিসনে শিলাতলে পদ্মপাত্তা'- এখানে কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
'অম্বু' শব্দের সমার্থক শব্দ কোনটি?
বাক্যে কারক-বিভক্তিযুক্ত পদ বা অসমাপিকা ক্রিয়াপদ কোথায় বসে?
'কাটিতে কাটিতে ধান এলো বরষা'— এই বাক্যে অসমাপিকা ক্রিয়াটি কী অর্থে ব্যবহৃত হয়েছে ?
সংখ্যাবাচক শব্দ কয় প্রকার?
যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রধানভাবে প্রকাশিত হয়, তাকে বলে-
নিচের কোনটি রূঢ়ি শব্দ?
'দফতর' কোন ভাষা থেকে আগত শব্দ?