উয়ারী-বটেশ্বরে প্রাপ্ত প্রত্নতত্ত্ব নিদর্শনসমূহ প্রমাণ করে –
i. প্রাচীনকাল থেকেই বাংলাদেশ মৃৎশিল্পে সমৃদ্ধ ছিল;
ii. বহু প্রাচীন আমলে বাংলাদেশে নগর-সভ্যতা গড়ে ওঠে;
iii. প্রাচীন বাংলার অধিবাসীদের ধ্যান-ধারণা অত্যন্ত উন্নত মানের ছিল ।
নিচের কোনটি সঠিক?
বাংলাদেশের স্বাধীনতার মহা নায়ক কে ছিলেন?
মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশকে মোট কতটি সেক্টরে
বিভক্ত করা হয়।
মুক্তিযুদ্ধে সক্রিয় বিরোধিতা করে..
i.জামায়াতে ইসলামী
ii.কাউন্সিল মুসলিম লীগ
iii. নেজামে ইসলাম
i ও ii
i ও iii
ii ও iii
i,ii ও iii
শিল্পপতি মনির খান হৃদরোগে আক্রান্ত হয়ে জার্মানির অ্যাপোলো হাসপাতালে মারা যান। বিভিন্ন জটিলতার কারণে লাশ দেশে আসতে দশ দিন সময় লাগে। তাই মুনির খানের লাশকে হিমাগারে সংরক্ষণ করা হয়।
মনির খানকে হিমাগারে সংরক্ষণ করার মত কাজ কোন সভ্যতায় প্রথম শুরু হয়?
উচ্চ সভ্যতার লোকেরা বিশেষ অবদান রাখেন -
i.কাগজ আবিষ্কারে
ii.বিজ্ঞানে
iii. পরিমাপ পদ্ধতিতে
বাংলাদেশের সংবিধানে কাটি ভাগ আছে
ভারত-পাকিস্তান যুদ্ধ হয় কত সালে
কনভেনশন মুসলিমলীগ গঠন করেন কে?
আইয়ুব খান ইস্কান্দার মির্জাকে অপসারণ করেন কেন?
উদ্দীপকে 'C' চিহ্নিত স্থানটি কোন জনপদের অন্তর্ভুক্ত?
সিপাহি বিদ্রোহের সময় দিল্লির সম্রাট কে ছিলেন?
ঢাকা বাণিজ্য মেলায় মৌ ও মিম বেড়াতে যায়। সে মৌ কিনে দেশের তৈরি তাতের শাড়ি। আর মিম
ইন্ডিয়ান শিল্ক শাড়ি ।
মৌ এর মানসিকতায় ইতিহাসের কোন আন্দোলনের
শিক্ষা লক্ষ্য করা যায়
উক্ত আন্দোলনের ফলে বাংলায় কি পরিবর্তন এসেছিল?
সঞ্জিবনী কি?
বাঙালি জাতির স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল কোনটি।
১৯৫৪ সালের নির্বাচনে মুসলিমলীগ কত আসন পেয়েছিল?
কেন্দ্রেীয় শহীদ মিনারের নকশা করেন কে?
যুক্তফ্রন্ট মন্ত্রিসভায় বার বার দায়িত্ব রদবদলের কারণ
হলো—
i.মুসলিম লীগের ষড়যন্ত্র
ii.কেন্দ্রিয় সরকারের সড়যন্ত্র
iii. যুক্তফ্রন্টের শরিক দলের কোন্দল
মামুন সাহেবের মৃত্যুর পর তার পরিবারে বিশৃঙ্খলা নেমে আসে। তার সন্তানেরা সম্পদের বণ্টন নিয়ে দ্বন্ধে লিপ্ত হয়। ফলে পরিবারটি একেবারেই ধ্বংসের সম্মুখিন হয়ে
পড়ে।
মামুন সাহেবের সাথে প্রাচীন বাংলার কোন শাসকের মিল রয়েছে?
গোপাল
ধর্মপাল
শশাঙ্ক
রাজা গণেশ
উক্ত শাসকের রাজা দূর্যোগপূর্ণ হওয়ার কারণ-
i.অধিপত্য বিস্তার
ii.যোগ্য শাসকের অভাব
iii.সামরাজ্যের দূর্বলতা
প্রাথমিক অবস্থায় মৌলিক গণতন্ত্র কয় স্তর বিশিষ্ট ছিল
ইতিহাস 'শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
বিষয়বস্তুগত ইতিহাস কে কয় ভাগে ভাগ করা হয়
কে মিশরকে নীল নদের দান বলেছেন
ইতিহাসবিদ ব্যাপসন
হিরোডোটাস
থুকিডাইডিস
লিওপোল্ড ফানরংকে
অপারেশন সার্চলাইট এর উদ্দেশ্য ছিল-
i.বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করা
ii i.বাঙালি জাতীয়তাবাদী চেতনা নষ্ট করা
iii. পূর্ব পাকিস্তানের মানুষকে দমিয়ে রাখা
খালিন তার মামার সঙ্গে সিলেটের জাফলং বেড়াতে গিয়ে জানতে পারে যে বর্তমান সিলেট অঞ্চলটি এক সময় একটি গুরুত্বপূর্ণ জনপদ ছিল।
উদ্দীপকে কোন জনপদের কথা বলা হয়েছে?।
উরু জনপদটির অবস্থান ছিল বাংলাগ—
i.পূর্ব প্রান্তে
ii.পশ্চিম প্রান্তে
iii. দক্ষিণ প্রান্তে
পাল বংশের পতন ঘটে কীভাবে?
কৈবর্ত বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোন শাসকের সময়ে
?
কারো কারো মতে কুমিল্লার প্রাচীন নাম কি?
মহাস্থানগড়ের পূর্বনাম কী?
চন্দ্রদ্বীপের অবস্থান কোথায় ছিল?
i. বরিশাল জেলায়
ii. বলেশ্বর ও মেঘনার মধ্যবর্তী অঞ্চলে
iii. বরেন্দ্র অঞ্চলের পশ্চিমে
তাম্রলিপ্ত এলাকাটি কেমন ছিল?
শশাংকের রাজধানী কোথায় ছিল?
‘পরম বৈঞ্চব' কার উপাধি ছিল?
অশোক কোন বংশের রাজা ছিলেন?
চট্টগ্রামের পাহাড়তলীতে ‘ইউরোপিয়ান ক্লাব’ আক্রমণে নেতৃত্ব দেন কে?
মৌলিক গণতন্ত্রীদের ভোটে আইয়ুব খান কত সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন?
১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধ কতদিন স্থায়ী হয়েছিল?
মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে সাহায্য করে কীভাবে?
i. গণহত্যার উৎসাহ দিয়ে
ii. যুদ্ধের প্রশিক্ষণ দিয়ে
iii. শরণার্থীদের আশ্রয় দিয়ে
‘মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কোন নারী বীরপ্রতিক' খেতাব পান?
বঙ্গবন্ধু ছয়দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন—
i. ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির জন্য
ii. বৈষম্যের কবল থেকে মুক্তির জন্য
iii. বাঙালীদের বিলাসবহুল জীবন-যাপনের জন্য
বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য হল—
i. এককেন্দ্রিক সরকার
ii. দুষ্পরিবর্তনীয়
iii. এককক্ষ বিশিষ্ট আইনসভা
বঙ্গবন্ধুর শাসনামলে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে প্রাধান্য পেয়েছে—
i. বিভিন্ন রাষ্ট্রের স্বীকৃতি আদায় পেয়েছে—
ii. দেশ পুনর্গঠনে বিদেশি সহায়তা পাওয়া
iii. একলা চলো নীতি অনুসরণনিচের কোনটি সঠিক?
ইতিহাসের প্রত্নতাত্ত্বিক উপাদান কোনটি?
উপরের ছকটি কোন সালের নির্বাচনকে নির্দেশ করে?
উক্ত নির্বাচনে বিজয়ী দলের নিকট ক্ষমতা হস্তান্তর না করায়—
i. বিজয়ী দল অসহযোগ আন্দোলনের ডাক দেয়
ii. পুলিশের সাথে সংঘর্ষে বহুলোক আহত হয়
iii. পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন ঘোষণা করা হয়
সংসদ সদস্য কোন সভ্যতা থেকে অনুপ্রাণিত হয়েছেন?
ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) গঠনের উদ্দেশ্য ছিল—
i. গণতন্ত্র পুনরুদ্ধার করা
ii. ১৯৫৬ সালের সংবিধানে ফিরে যাওয়া
iii. পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিত করা