'অর্থশাস্ত্র' গ্রন্থটি কার লেখা?
ইতিহাসের লিখিত উপাদানের অন্তর্ভুক্ত হল—
i. সরকারি নথিপত্র
ii. চিঠিপত্র
iii. রূপকথা
নিচের কোনটি সঠিক?
বিশ্বসভ্যতার ইতিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ অবদান হল-
i. আইন পালন বাধ্যতামূলক করা
ii. মৌলিক অধিকার রক্ষা করা
iii. দাস প্রথার স্বীকৃতি দান
উক্ত সভ্যতার লোকেরা-
i. ধর্ম দ্বারা প্রভাবিত
ii. একেশ্বরবাদে বিশ্বাসী
iii. প্রথম সৌরপঞ্জিকার আবিষ্কারক
বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন কে?
আমিনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। সে দেখল বিদেশি শাসকরা এদেশের জনগণের ওপর নির্যাতন করে। এর প্রতিবাদের জন্য সে সশস্ত্র সংগঠন গড়ে তোলে এবং সর্বাত্মক প্রতিরোধ করে ব্যর্থ হয় ও আত্মহত্যা করে।
আমিনা কোন বাঙালি নারী দ্বারা অনুপ্রাণিত?
উক্ত নারী ও তার বাহিনীর পরাজয়ের কারণ—
i. গণবিচ্ছিন্নতা
ii. স্বার্থপরতা
iii. গোপনীয়তা
যুক্তফ্রন্ট গঠিত হয়?
সালামের কোন সভ্যতার কথা মনে পড়ে?
কখন থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে?
তমুদ্দুন মজলিশের অন্যতম লক্ষ্য ছিল—
i. রাষ্ট্রভাষা বাংলা করা
ii. বাংলার সংস্কৃতি রক্ষা করা
iii. বাংলার ঐতিহ্য সংরক্ষণ করা
সামির বাবার রপ্তানি দ্রব্যের সাথে কোন সভ্যতার রপ্তানি দ্রব্যের সাদৃশ্য লক্ষণীয়?
উক্ত সভ্যতার অর্থনীতি ছিল-
i. কৃষি নির্ভর
ii. ব্যবসা নির্ভর
iii. শিল্প নির্ভর
i, ii
ii, iii
i, iii
i, ii, iii
এরিস্টটলের শিক্ষক কে ছিলেন?
মেঘদূত গ্রন্থের রচয়িতা কে ছিলেন?
ইতিহাস বিষয়ক আলোচনায় কীসের বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ?
মিশরীয়রা নির্ণয় করতে পারত—
i. দাঁতের রোগ
ii. হৃৎপিণ্ডের গতি
iii. পেটের রোগ
কোনটি সঠিক?
ক্রিট দ্বীপে কোন সভ্যতা গড়ে উঠেছিল?
হেলট কারা?
গুপ্ত যুগ শুরু হয় কোন শতক থেকে?
সমতট অঞ্চলটি কেমন ছিল?
নিচের চার্টের ?' চিহ্নিত স্থানে কোনটি বসবে?
ভাম্রলিপ্ত
সমতট
বঙ্গ
চন্দ্রদ্বীপ
বখতিয়ার খলজি কত শতকে নদিয়া আক্রমণ করেন?
হিরণ্য কোন ধরনের কর?
ধর্মপাল নির্মাণ করেছিলেন—
i. বিক্রমশীল বিহার
ii.সোমপুর বিহার
iii. ওদন্তপুর বিহার
কলকাতায় দাঙ্গা হয় কত সালে?
স্বরাজ দলের সভাপতির নাম কি ছিল?
নিখিল বঙ্গ প্রজা সমিতির পরিবর্তিত নাম কী ছিল?
যুক্তফ্রন্টের অন্যতম ইশতেহার ছিল?
i. পাট শিল্প জাতীয়করণ
ii. শহীদ মিনার নির্মাণ
iii. শাসন ব্যয় হ্রাস
দুই বাংলা নিয়ে আবেগপ্রবণ বক্তব্য দিয়েছিলেন কে?
কোন ভাষাসৈনিক ৭ এপ্রিল শহীদ হন?
মৌলিক গণতন্ত্রের নির্বাচক মণ্ডলীর সদস্যরা কীসের মেম্বার ছিল?
পাকিস্তানের দুই অংশের মধ্যে মিল ছিল কোন ক্ষেত্রে?
ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হয় ১৯৬৫ সালের কত তারিখে?
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের মূল বিষয় ছিল কয়টি?
বাঙ্গালীর প্রতিবাদী মনোভাবের মূর্ত প্রতীক কোনটী?
সমগ্র বাংলা কার সময়ে ‘সুবাহ বাংলা’ নামে পরিচিত ছিল ?
বাংলাদেশের সংবিধানের তফসিল কতটি?
গণপরিষদের একমাত্র কাজ ছিল--
রাইয়ের ক্রয় করা বইটি বাংলাদেশের কোন পুস্তক?
উক্ত বইয়ের মূলনীতি --
i. সমাজতন্ত্র
ii. গণতন্ত্র
iii. ধর্মনিরপেক্ষতা
কাদেরকে মামলুক বলা হয়?
যেসব উপাদান থেকে আমরা সময় ও স্থানের বিভিন্ন ধরনের ঐতিহাসিক তথ্য পাই সেই উপাদান কী নামে পরিচিত?
পোসিডন কিসের দেবতা ছিলেন?
সভ্যতা থেকে আমরা কীভাবে ইতিহাস ও ঐতিহ্যের ধারণা পাই?
i. শিক্ষা, সাহিত্য ও লিখন পদ্ধতি
ii. স্থাপত্য, ভাস্কর্য ও বিজ্ঞান
iii. ধর্ম, দর্শন ও আইন
আওয়ামী মুসলিম লীগ কয় দফা কর্মসূচি গ্রহণ করে?
'সোমপুর বিহার' কোথায় অবস্থিত?
উদ্দীপকে কোন সভ্যতার অর্থনীতি প্রতিফলিত হয়েছে?
উক্ত সভ্যতায় শিক্ষা বলতে বোঝানো হতো-
i. ভাষা শিক্ষা করা
ii. খেলাধুলা ও বীরদের স্মৃতিকথা বর্ণনা করা
iii. বিখ্যাত বিদ্যাপীঠ শিক্ষা লাভ করা
হিন্দু-মুসলমানদের ঐক্যের পথ বন্ধ হয়ে গিয়েছিল কেন?