মনোয়ারা জামানের কর্মপদ্ধতিতে কোনটির অভাব লক্ষ্য করা যায়?
মনোয়ারা জামানের করণীয় ছিল -
i. পরিকল্পনা করা ।
ii. উদ্যোগ নেওয়া।
iii. কাজের অগ্রগতি পরীক্ষা করা।
লাভলীর ধারাবাহিক কার্যকলাপে কিসের প্রতিফলন ঘটেছে?
পরিকল্পনার পর লাভলীর ধারাবাহিক কার্যক্রমের অন্যান্য উপায় হলো -
i. সংগঠন
ii. নিয়ন্ত্রণ
iii. মূল্যায়ন
নিচের কোনটি সঠিক?
পারিবারিক লক্ষ্যসমূহ অর্জনের জন্য মানবীয় ও বস্তুবাচক সম্পদসমূহে ব্যবহারে পরিকল্পনা, সংগঠন, নিয়ন্ত্রণ ও মূল্যায়ন করার প্রক্রিয়াটিকে কী বলা হয়?
গৃহ ব্যবস্থাপনার সংজ্ঞাকে বিশ্লেষণ করলে কয়টি বিষয় লক্ষ করা যায়?
যেকোনো প্রতিষ্ঠান পরিচালনার জন্য অপরিহার্য কোনটি?
সম্পদের সঠিক ধারণা কোন বিষয়টির অন্তর্ভুক্ত?
মানুষের ধারাবাহিক কার্যকলাপে কিসের প্রতিফলন ঘটে?
গৃহ ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রথমে কী করতে হবে?
গৃহ ব্যবস্থাপনার শেষ ধাপে কোন কাজটি করা হয়?
পরিবার তার সীমিত সম্পদ ব্যবহার করে-
i. সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে
ii. চাহিদা পূরণ করে
iii. সদস্যদের সুসম্পর্ক বৃদ্ধি করে
পারিবারিক লক্ষ্যসমূহ অর্জনে ব্যবহার করা হয়-
i. মানবীয় সম্পদ
ii. প্রাকৃতিক সম্পদ
iii. বস্তুবাচক সম্পদ
গৃহ ব্যবস্থাপনাকে পারিবারিক অভিহিত করেছেন-
i. প্লেটো
ii. নিকেল
iii. ডরসি
কোনটি গৃহ ব্যবস্থাপনার মূল চাবিকাঠি?
পরিকল্পনা কার্যক্রমকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায় কোনটি?
কোনটির মাধ্যমে ব্যবস্থাপনা সহজ হয়?
আমাদের সকল কর্মকাণ্ড আবর্তিত হয় কোনটিকে কেন্দ্র করে?
আমাদের কাজের ধারা নির্ধারণ করে দেয় কোনটি?
যা ব্যক্তির কার্যাবলিকে নির্দেশ দান করে তাকে কী বলে?
লক্ষ্য অর্জন সহজতর হয় কীভাবে?
সহজে লক্ষ্যার্জন করার উপায় কোনটি?
গৃহ ব্যবস্থাপনায় লক্ষ্য কত প্রকার?
কোনটি ছোট ছোট লক্ষ্য?
গৃহ ব্যবস্থাপনায় কোন ধরনের লক্ষ্য নির্ধারণের সাথে সাথে অর্জন করা যায়?
দীর্ঘমেয়াদি লক্ষ্য কোন লক্ষ্যের ওপর প্রভাব বিস্তার করে?
কোন লক্ষ্য অর্জনের জন্য অনেক বেশি সিদ্ধান্ত নিতে হয়?
কোনো পরিবার দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের জন্য প্রায়ই কোন ধরনের লক্ষ্য নির্ধারণ করে থাকে?
কোন লক্ষ্য দীর্ঘমেয়াদি লক্ষ্যের তুলনায় অধিক স্পষ্ট?
সুনির্দিষ্ট লক্ষ্য আমাদের কোনটি নির্ধারণ করে দেয়?
গৃহিণী মিসেস নীলুফা যদি তার কোনো একটি লক্ষ্য অর্জন করেন তাহলে পরবর্তীতে তিনি কী করেন?
লক্ষ্য বা উদ্দেশ্য সবসময় -
i. মানুষের চেতন মনে অবস্থান করে
ii. স্পষ্টভাবে বোঝা যায়
iii. সহজেই ব্যাখ্যা করা যায়
গৃহ ব্যবস্থাপনায় লক্ষ্য স্থির হওয়ার পর কোন ধারণা নিয়ে ধারাবাহিকভাবে ধাপে ধাপে অগ্রসর হতে হয়?
গৃহ ব্যবস্থাপনার ক্ষেত্রে কোন লক্ষ্যের গুরুত্ব অনেক বেশি?