আমাদের পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য দরকারি pH হলো-
pH এর মান কত এর বেশি হলে মাটির উর্বরতা নষ্ট হয়?
আমাদের ত্বকের pH কত?
প্রশমন বিক্রিয়ার পরে দ্রবণের pH এর মান কত হয়?
সকল ক্ষারক লাল লিটমাস কাগজের রং পরিবর্তন করে—
মিথাইল রেড নির্দেশকের রং-
মিথাইল রেড ক্ষারকে ধারণকৃত রং কোনটি?
কোন নির্দেশকের নির্দেশক রং বর্ণহীন?
মাটির উর্বরতা বৃদ্ধির জন্য কোনটি ব্যবহার করা হয়?
চুনাপাথরের রাসায়নিক সংকেত কোনটি?
নিচের কোনটি ক্ষারক?
গ্যাস্ট্রিকের ব্যথা বা এসিডিটির কারণে আমরা কি খাই?
যে বিক্রিয়া এসিড ও ক্ষারকের বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে তাকে কি বলে?
টুথপেস্টের pH কত?
বেকিং সোডার (NaHCO3) জলীয় দ্রবণ কীরূপ?
সোডিয়াম কার্বনেটের (Na2CO3) জলীয় দ্রবণ—
কার্বনেট লবণসমূহ এসিডের সাথে বিক্রিয়া করলে নিচের কোনটি উৎপন্ন হয় না?
মাটির এসিডিটি নিষ্ক্রিয় করার কাছে ব্যবহৃত চুনাপাথর কোন জাতীয় পদার্থ?
খাবার লবণের অপর কোন নামে পরিচিত?
ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল যৌগমূলক দ্বারা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে কী উৎপন্ন করে?
সেভিং ফোমে কোনটি থাকে?
নিচের কোনটি সোডিয়াম স্টিয়ারেট এর সংকেত?
জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
ভাইরাস ও ব্যাক্টেরিয়া প্রতিরোধে কোনটি ব্যবহৃত হয়?
চামড়া শিল্পে চামড়ার ট্যানিং করতে কোনটি ব্যবহার করা হয়?
তীব্র এসিড জলীয় দ্রবণে-
i. সম্পূর্ণরূপে বিয়োজিত হয়
ii. আংশিক বিয়োজিত হয়
iii. সম পরিমাণ হাইড্রোজেন আয়ন (H+) দেয়
নিচের কোনটি সঠিক?
অম্লের বৈশিষ্ট্য হচ্ছে-
i. টক স্বাদযুক্ত
ii. নীল লিটমাসকে লাল করে
iii. অণুতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকে
নির্দেশক হলো-
i. লিটমাস দ্রবণ
ii. মিথাইল রেড
iii. ফেনলফথ্যালিন
মাটির এসিডিটি প্রশমিত করেও উর্বরতা ফিরিয়ে আনে
i. চুন (CaO)
ii. স্ল্যাক লাইম [Ca(OH)2]
iii. চুনাপাথর (CaCO3)
মাটির pH মান –
i. সাধারণত ৪–৮ হয়ে থাকে
ii. ৯.৫ এর বেশি হলে মাটি এসিডীয় হয়
iii. ৩ এর কম হলে মাটির ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম চলে যায়
লবণের বৈশিষ্ট্য—
i. নিরপেক্ষ
iii. উচ্চ গলনাংক ও স্ফুটনাংকবিশিষ্ট
লবণ জাতীয় পদার্থ হচ্ছে—
i. কপূর
ii. তুঁতে
iii. সোডা
A এসিডটি নাম কী?
A এসিডটি একটি—
i. জৈব এসিড
ii. শক্তিশালী এসিড
iii. দুর্বল এসিড
নিচের কোনটির জন্য রিয়ান জ্বালা অনুভব করছে?
জ্বালা নিবারণে রিয়ান ব্যবহার করতে পারে—
i. ভিনেগার
ii. বেকিং সোডা
iii. সাইট্রিক এসিড
ইব্রাহিমের জমির মাটির pH কোনটি?
এসিডিটি নিয়ন্ত্রণে ইব্রাহিমকে ব্যবহার করতে হবে—
i. ক্যালসিয়ামযুক্ত সার
ii. ফসফেটযুক্ত সার
iii. ম্যাগনেসিয়ামযুক্ত সার
গাজরে প্রধানত কোনটি পাওয়া যায়?
স্নেহে দ্রবণীয় ভিটামিনগুলো হলো-i. A, D, EIl. A, B, Ciii. A, D, Kনিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:রহিমার ওজন ৫০ কেজি ও উচ্চতা ১.৫ মিটার। গতকাল সকাল থেকে তার বমি ও পাতলা পায়খানা হওয়ায় দেহে পানির অভাবসহ ওজন হ্রাস পেয়ে ৪৭ কেজি হয়ে গেছে।৩. রহিমার দেহে প্রয়োজনীয় উপাদানটির অভাবে-i. রন্ত চলাচলে বিঘ্ন ঘটে11. পেশি নাজুক হয়ে পড়েiii. লবণের ভারসাম্য বজায় থাকেনিচের কোনটি সঠিক
অসুস্থ হওয়ার পর রহিমার ভরসূচি (BMI) কত হয়েছে?
(ক) ২২.৩ (প্রায়)
(খ) ২০.৯ (প্রায়)
(গ) ৪৯.২৫ (প্রায়)
(ঘ) ৪৪.৭৫ (প্রায়)
কোন উদ্ভিদটি পানিতে এবং স্থলে উত্তর জারগার জন্মে?
পানির pH এর মান খুব কমে গেলে জলজ প্রাণীর-1. অঙ্গপ্রত্যল সঠিকভাবে বিকশিত হবে না ii. দেহাভ্যন্তরে খনিজ পদার্থ কমে যাবে11. রোগব্যাধি সৃষ্টি হবে
নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:অনিক ও তুষার দুজনে দুটি পুকুরে মাছ চাষ করে। অনিকের পুকুরের মাছের বৃদ্ধি সন্তোষজনক। আর তুষারের পুকুরের মাছগুলো দুর্বল; এদের অঙ্গপ্রত্যঙ্গগুলো সঠিকভাবে বিকশিত হয়নি। পরীক্ষা করে দেখা গেল অনিকের পুকুরের পানির pH ৭.৫ ও তুষারের পুকুরের পানির pH ৫.৫।৩. অনিকের পুকুরের পানি কোন ধরনের?
তুষারের পুকুরের পানিতে নিচের কোনটি প্রয়োগ করা উচিত?
রক্ত জমাট বাঁধানো কোনটির কাজ?
(ক) লোহিত কণিকা
(খ) অণুচক্রিকা
(গ) শ্বেত কণিকা
(ঘ) লসিকা কোষ
অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে—
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও : অভিষেক ঢাকা থেকে মানিকগঞ্জ যাওয়ার পথে গাড়ি দুর্ঘটনায় পড়ে। এতে তার বন্ধুর মারাত্মক রক্তক্ষরণ হয়। ফলে রক্তের প্রয়োজন। বন্ধুর রক্ত পরীক্ষা ছাড়াই অভিষেক বলল, আমি রক্ত দিতে পারব।
অভিষেকের রক্তের গ্রুপ কী ছিল?
রক্তরসে কোন গ্যাসীয় পদার্থ নেই?