পানিতে খাবার লবণ গুলে তাতে লিটমাস কাগজ ডুবালে—
i. লাল লিটমাস নীল হবে
ii. নীল লিটমাস লাল হবে
iii. লিটমাস কাগজের রঙের কোনো পরিবর্তন হবে না
নিচের কোনটি সঠিক?
এন্টাসিডের উপাদান হলো—
i. NaOH
ii. Mg(OH2
iii. Al(OH)2
Mg(OH)2 ক্ষার সেবন করা যায়—
i. অতিরিক্ত এসিড হতে পরিত্রাণের জন্য
ii. পাকস্থলীর এসিডকে প্রশমিত করার জন্য
iii. লবণের সাথে ক্রিয়ায় এসিড উৎপন্ন করার জন্য
কাপড় কাচার সোডা—
i. সোডিয়াম কার্বনেট
ii. ক্ষার জাতীয় পদার্থ
iii. নীল লিটমাস লাল করে
এসিডিক মাটিতে প্রয়োগ করতে হয়—
i. ক্যালসিয়ামযুক্ত সার
ii. ফসফেটজাতীয় সার
iii. ম্যাগনেসিয়ামযুক্ত সার
মাটির উর্বরতা বৃদ্ধিতে প্রয়োজন—
i. NHL4NO3
ii. (NH4)3 PO4
iii. KNO3
NaCl ব্যবহার হয়-
i. পাউরুটিতে
ii. চানাচুরে
iii. আচারে
উক্ত রসে কোন উপাদান বিদ্যমান?
লেবুর রস যোগ করায় -
i. সোডিয়াম সাইট্রেট লবণ উৎপন্ন হবে
ii. CO2 গ্যাস উৎপন্ন হবে
iii. কোমল পানীয় এর কার্যকারিতা হ্রাস পাবে
উদ্দীপকের সোডাটির রাসায়নিক নাম কী?
সোডাটি—
i. একটি লবণ
ii. এর জলীয় দ্রবণ এসিডিয়
iii. এর জলীয় দ্রবণ ক্ষারীয়
মি. হকের পেটে নিচের কোনটি বেড়ে যেতে পারে?
মি. হকের কারখানায় ব্যবহৃত উপাদান—
i. নীল লিটমাসকে লাল করে
ii. সার তৈরির জন্য ব্যবহৃত হয়
iii. কাপড়ে লাগলে পুড়ে যায়
মিসেস জামালীকে সালাদ খেতে বলার কারণ, সালাদগুলো—
i. ক্ষারধর্মী
ii. এসিডিটি কমাবে
iii. এসিডকে নিষ্ক্রিয় করবে
মিসেস জামালী সমস্যা সমাধানে আরও খেতে পারেন—
i. কফি
ii. আদা চা
iii. সবুজ চা
পলির ব্যবহৃত তরলটিতে কোন উপাদান থাকে ?
পলির জ্বালা উপশমের কারণ হলো-
i. আক্রান্ত স্থান ধুয়ে ফেলা
ii. এসিড ও ক্ষারকের বিক্রিয়া
iii. এসিড ও লবণের বিক্রিয়া
নিচের কোনটি 'B' যৌগ?
'A' যৌগটি?
i. শক্তিশালী এসিড
ii. দুর্বল এসিড
iii. পাকস্থলীতে পাওয়া যায়
বস্তুটি ছিটানোর পূর্বে জমির pH এর মান কত হতে পারে?
বস্তুটির পরিমাণ বেশি দেওয়া হলে কোনটি ব্যবহার করতে হবে?
এসিডসমূহ পানিতে কি ধরনের আয়ন তৈরি করে?
জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন (H+) উৎপন্ন করে তাকে কি বলে?
কোনটি অক্সালিক এসিডের সংকেত?
বোলতা ও বিচ্ছুর হুলে কি থাকে?
বিচ্ছু হুল ফুটালে প্রচণ্ড জ্বালা নিবারণের জন্য যে মলম ব্যবহার করা হয় তাতে কি থাকে?
খাবার হজম করার জন্য আমাদের পাকস্থলীতে নির্দিষ্ট মাত্রায় কি প্রয়োজন?
ল্যাকটিক এসিডের সংকেত কোনটি?
অ্যাসিটিক এসিডের কী পরিমাণ দ্রবণকে ভিনেগার বলে?
গায়ে এসিড পড়লে দ্রুত কী করতে হবে?
কোন সালের বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন আইন অনুযায়ী এসিড ছোড়ার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে?
পানীয় খাওয়ার পর পাকস্থলীতে বেকিং সোডার সাথে কার বিক্রিয়া ঘটে?
প্রোটিনযুক্ত খাবার খেলে পাকস্থলীতে এসিডের পরিমাণ কেমন হবে?
লেবু, কমলা, পেয়ারা, আমলকিতে থাকে-
বেকিং সোডার অন্য নাম কি?
বেকিং সোডাকে তাপ দিলে কী উৎপন্ন হয়।
পাউরুটি ফোলানোর জন্য নারী কোন গ্যাস?
অ্যামোনিয়াম নাইট্রেট (NH4NO3) কোন এসিড থেকে পাওয়া যায়?
এসিড শনাক্ত করার একটি সহজ উপায় — ব্যবহার ।
ক্ষারকের মধ্যে লিটমাস এর রং-
এসিডের মধ্যে ফেনোফথ্যালিন এর রং-
কোনটি এসিডিটির কারণ?
খাদ্য হজম করার জন্য কোনটি নিজ থেকে আমাদের পাকস্থলীতে তৈরি হয়?
কোনটি এসিডিটি কমাতে সাহায্য করে?
কোনো কারণে পাকস্থলীতে এসিডের পরিমাণ বেড়ে গেলে তাকে কি বলে?
মাখন, সয়া দুধ, বাদাম দুধ এগুলো কি ধরনের পদার্থ ?
কোনটি এসিডটি বাড়ায়?
নিরপেক্ষ দ্রবণে ক্ষার যোগ করতে থাকলে pH মানের কী রূপ পরিবর্তন ঘটে?
কোনো পদার্থ এসিড, ক্ষার না নিরপেক্ষ জানার জন্য কি ব্যবহার করা হয়?
কোনো পদার্থে কি পরিমাণ এসিড বা ক্ষার আছে তা বুঝা যায় কিসের মান থেকে?