CuSO4 +KI→Cu2I2 + I2 + K2SO4 উল্লেখিত বিক্রিয়ায় -
i. Cu2+ বিজারিত হয়েছে
ii. I- জারিত হয়েছে
iii. K+ ইলেক্ট্রন ত্যাগ করেছে
নিচের কোনটি সঠিক ?
তড়িৎদ্বার বিভব নির্ভর করে -
i. ধাতব দন্ডের প্রকৃতির উপর
ii. তড়িৎ বিশ্লেষ্যের ঘনমাত্রার উপর
iii. দ্রবণের তাপমাত্রার উপর
নির্দেশক কোন রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে -
i. নিজের বর্ণ পরিবর্তন করে
ii.বিক্রিয়ায় সমাপ্তি বিন্দু নির্দেশ করে
iii. বিক্রিয়ার গতিকে প্রভাবিত করে
পরমশূন্য তাপমাত্রায় -
i.বুরফের গলনাঙ্ক 273K
ii. পানির স্ফুটনাঙ্ক 373K
iii.T=(273+t°C)
LM2 এর দ্রাব্যতা 0.0003 mol L-1 হলে এর দ্রাব্যতা গুণফল কত ?
5×10M-3 H2SO4 দ্রবণের pH এর মান কত?
YX4Z যৌগে কয় ধরনের বন্ধন বিদ্যমান?
YX3 যৌগের ক্ষেত্রে-
i. দুই জোড় নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে
ii. ক্ষারধর্মী
iii. লিগাল্ড হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
25°C তাপমাত্রায় Ag2CrO4 এর প্রাব্যতা গুণফলের মান 1.1×10-12 হলে Ag+ আয়নের ঘনমাত্রা mol L-1 এককে কত হবে?
ভিনেগার প্রস্তুতিতে ঈস্টের বৃদ্ধিতে সহায়তা করতে ব্যবহৃত হয়—
i. (NH4)2SO4
ii. (NH4)3PO4
iii. NH4NO3
ক্ষারীয় দ্রবণটির ক্ষেত্রে প্রযোজ্য-
i. ঘনমাত্রা 0.189 M
ii. আয়তন 37-3 mL
iii. আয়তন 57.6mL
V1 =Vο+Vοt273 এই সমীকরণে Vοt273 কে বলে-
মোল N2 এবং 0.3 মোল O2 একত্রে মেশানো হলো। O2 এর মোল ভগ্নাংশ কত?
একই শর্তাধীনে নিচের কোন গ্যাসটি ব্যাপিত হতে অধিক সময়লাগবে?
CH4 এর ব্যাপনের হার, x এর ব্যাপনের হারের দ্বিগুণ। X এর আণবিক ভর—
তত্ত্বীয়ভাবে একটি গ্যাসের আয়তন শূন্য— i. - 270 ডিগ্রী সেলসিয়াসii. - 273 ডিগ্রী সেলসিয়াসiii. 0 কেলভিননিচের কোনটি সঠিক?
গ্যাসের গতিশক্তি নির্ভর করে—ii. চাপ ও আয়তনের উপরiii. গ্যাসের প্রকৃতির উপরনিচের কোনটি সঠিক?