উদ্দীপকে উল্লিখিত বিপণন প্রসার থেকে মাহিন লিঃ যে সুবিধা পাবে তা হলো—
i. পণ্যের পরিচিতি
ii. বিক্রয় বৃদ্ধি
iii. অনুকূল ভাবমুর্তি সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
বিপণনের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তা হলো-
i. স্থানগত
ii. সময়গত
iii. রূপগত
মি. সালাম বিপণনের যে যুগের উপর ভিত্তি করে কার্যক্রম গ্রহণ করেছেন তা হলো—
i. বিপণন যুগ
ii. সামাজিক বিপণন যুগ
iii.মোবাইল বিপণন যুগ
পণ্য মিশ্রণের উপাদান হলো—
i. ব্র্যান্ড
ii. মোড়ক
iii. বৈশিষ্ট্য
উদ্দীপকের মিস শীলা যে বাজারের সদস্য তার বৈশিষ্ট্য হলো -
i. ব্যাপকমাত্রায় পণ্য ক্রয়
ii. ঘন ঘন পণ্য ক্রয়
iii. একক প্রতি মূল্য বেশি
বিপণনে যা দ্বারা ক্রেতা আকৃষ্ট হয় তা হলো—
i. বিজ্ঞাপন
ii. মোড়কীকরণ
iii. প্রমিতকরণ
জনাব রফিক দ্বিতীয় পর্যায়ে বিপণনের যে কাজটি করেন তার ফলে কী বৃদ্ধি পাবে?
i. ঝুঁকি
iii. ক্রেতা সন্তুষ্টি
iii. জীবনযাত্রার মান
ওয়ারেন্টি প্রদানের ফলে তিনি যেসব সুবিধা পান তা হলো -
i. বিক্রয় বৃদ্ধি
ii. মুনাফা বৃদ্ধি
iii. অপচয় বৃদ্ধি
জনাব X ও Y চাহিদার যেসব শর্ত পূরণ করেছেন তা হল-
i. আকাঙ্ক্ষা
ii. সামর্থ্য
iii. অর্থ ব্যয়
'কোম্পানির এ ধরনের ছাR দেয়ার ইতিবাচক দিক হলো -
i. ক্রেতাদের মাঝে স্বল্পকালীন অনুপ্রেরণা সৃষ্টি।
ii. বিজ্ঞাপন কাজে নিজেদের সুম্পৃক্ত করা।
iii. বেশি বেশি মুনাফা অর্জন করা
জনাব রাসেল পণ্য উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে পরিবেশ রক্ষা, নৈতিকতা, প্রচলিত আইন ইত্যাদিকে গুরুত্ব দেন।
জনাব রাসেলের এ ধরনের কর্মকার বিপণন ক্রমবিকাশের কোন যুগের অন্তর্ভুক্ত?