মিস রাকা বাগান থেকে বাছায়কৃত উন্নত জাতের লিচু নিজস্ব পিকআপের মাধ্যমে অভিজাত শপিং সেন্টারে পৌঁছে দেন।
মিস রাকা বিপণনের কোন কাজের সাথে জড়িত?
কার্যকর বাজার বিভক্তিকরণের বিবেচ্য বিষয় হলো—
i. পরিমাপ যোগ্যতা
ii. বিশ্বাস যোগ্যতা
iii. প্রবেশ যোগ্যতা
নিচের কোনটি সঠিক?
মিস টিনা ১৯৯০ সালে 'টিনা ফুডস' নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি জলপাই প্রক্রিয়াজাত করে আচার ও চাটনি তৈরি করেন। তিনি মনে করেন মান সম্মত পণ্য ও নায্যমূল্য প্রদান করলে শক্তিশালী ক্রেতা সম্পর্ক তৈরি ও বজায় রাখা সম্ভব।
'টিনা ফুডস' বিপণন ক্রম বিকাশের কোন যুগের কথা বলেছেন?
জনাব ফারুকের কার্যক্রমের মাধ্যমে যে সুবিধা পাও যায় তা হলো—
i. প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার
ii. গবেষণা ও উন্নয়ন
iii. অর্থনৈতিক উন্নয়ন
উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির সফলতার মূল কারণ হলো—
i সমজাতীয় ভোক্তাদের চিহ্নিতকরণ
ii. যথাযথ মজুদ নিয়ন্ত্রণ
iii. প্রতিযোগিতা মোকাবেলা করা
জনাব সুকুমারের বিপণন কার্যক্রমের যৌক্তিকতা হলে -
i. সম্পদের উপযুক্ত ব্যবহার
ii. ভোক্তার সন্তুষ্টি বিধান
iii. মজুদ নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক ?
পণ্যের গুরগুলো হলো—
i. বর্ধিত পণ্য
ii. প্রকৃত পণ্য
iii. জরুরি পণা
ভ্যালুভিত্তিক মূল্য নির্ধারণের বিবেচ্য বিষয় হলো -
i. ক্রেতার উপলব্ধি
ii. বিক্রেতার খরচ
iii. পণ্যের চাহিদা
বাজার তথ্য হলো –
i বর্তমান ক্রেতা সম্পর্কিত তথা
ii. ভবিষ্যত ক্রেতা সম্পর্কিত তথ্য
iii. ক্রয়-বিক্রয়ের স্থান সম্পর্কিত তথ্য
শিল্প পণ্যের বৈশিষ্ট্য হলো—
i. চুক্তিভিত্তিক ক্রয়
ii. সংক্ষিপ্ত কণ্টন প্রণালী
iii. জ্ঞাতব্য বাজার
মি. সোহেলের সাফল্যের কারণ হলো—
i. ভৌগোলিক বিভক্তিকরণ
ii.স্বল্প মেয়াদি প্রণোদনা প্রদান
iii. কার্যকর বণ্টন ব্যবস্থার উন্নয়ন
রূপশ্রী জুয়েলার্স' বর্তমানে বিভিন্ন ধরনের মুক্তার গহনা বিক্রয় করছে। আধুনিক ও মনোলোভা ডিজাইনের মুক্তার গহনা ক্রয় করলে বর্তমানে তারা গ্রাহকদের ২৫% বাটা প্রদান করছে। 'রূপশ্রী জুয়েলার্সের' এ ধরনের অফারের জন্য উপযুক্ত বিজ্ঞাপন মাধ্যম হলো—
i দৈনিক পত্রিকা
ii. ম্যাগাজিন
iii. টেলিভিশন
পণ্যের অন্তর্ভুক্ত হলো –
i. দ্রব্য
ii. ধারণা
iii. সেবা