রহিমের ভেঙে যাওয়া হাড়টির মাতৃকার কোষ—i. কন্ড্রোসাইটii. অস্টিওসাইটiii. অস্টিওব্লাস্টনিচের কোনটি সঠিক?
একটি হেটারোজাইগাস জীবে —i. দু'ধরনের গ্যামেট উৎপন্ন হয়ii. একই বৈশিষ্ট্যের জন্য দু'ধরনের অ্যালিল পাওয়া যায়iii. শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়নিচের কোনটি সঠিক?
মেন্ডেলের প্রথম সূত্রের ক্ষেত্রে-i. F1 জনুতে সবগুলো জীব হেটেরোজাইগাস হয়ii. F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত ১ : ২:১ হয়iii. F2 জনুতে প্রকট ও প্রচ্ছন্ন উভয় বৈশিষ্ট্যের জীব পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে—i একজোড়া বিপরীত বৈশিষ্ট্য বিবেচনায় আনতে হয়ii F2 জনুতে ৪টি বংশধরের জিনোটাইপ F1 জনুর মতো হয়ii. F2 জনুতে মাত্র একটি জীবে সকল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পাওয়া যায়
টেস্ট ক্রস করা হয়— i. জীবটি হাইব্রিড কিনা জানার জন্যii. জীবটি হোমোজাইগাস কিনা জানার জন্যiii. জীবটি হেটারোজাইগাস কিনা জানার জন্যনিচের কোনটি সঠিক?
বিশুদ্ধ সাদা (CWCW) লোমের ষাঁড়ের সাথে বিশুদ্ধ লাল (CR CR) লোমের গাভীর ক্রসে রোয়ান (CWCR) বর্ণের লোমের বাছুর পাওয়া যায়। এরূপ ব্যতিক্রমের কারণ কোনটি?
অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে—i. প্রকট অ্যালিল বৈশিষ্ট্য প্রকাশে ব্যর্থ হয়ii. মনোহাইব্রিড ক্রসের ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত একইiii. প্রচ্ছন্ন অ্যালিল প্রকট অ্যালিলের উপস্থিতি সত্ত্বেও বৈশিষ্ট্যপ্রকাশ করতে পারেনিচের কোনটি সঠিক?
লিথাল জিনের বৈশিষ্ট্য হলো— /i. মিউট্যান্ট জিনii. জীবের মৃত্যু ঘটায়iii. ফিনোটাইপিক অনুপাত ১ : ২ : ১নিচের কোনটি সঠিক?
লিথাল জিনের উপস্থিতির ফলে সৃষ্ট রোগ— i. থ্যালাসেমিয়াii. ব্রাকিফ্যালাঞ্জিiii. কনজেনিটাল ইকথিওসিসনিচের কোনটি সঠিক?
এপিস্ট্যাসিসের ক্ষেত্রে –i. একই লোকাসের একটি জিন অপরটির বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়ii. একটি জিন ভিন্ন লোকাসের জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়iii. বৈশিষ্ট্য প্রকাশে বাধাপ্রাপ্ত জিনকে হাইপোস্ট্যাটিক বলে
ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রচ্ছন্ন জিন একে অপরের কার্যক্রমে বাধা দিলে – (পাঠ্যবই: ড. নূর-ই পারভীন খানম) -i. ডাইহাইব্রিড ক্রসের অনুপাত ১৩ : ৩ হয়ii ডাইহাইব্রিড ক্রসের অনুপাত ৯ : ৭ হয়iii দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস সংঘটিত হয়নিচের কোনটি সঠিক?
পলিজেনিক ইনহেরিট্যান্সের উদাহরণ হলো—i. মানুষের ত্বকের বর্ণii. সন্ধ্যামালতীর ফুলের বর্ণiii. গমের দানার বর্ণনিচের কোনটি সঠিক?