যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশ ধাতব পদার্থ হলে
তাকে বলে
প্লাজমিডের ক্ষেত্রে প্রযোজ্য
i. ক্রোমোজোম বহির্ভূত DNA
ii.স্বপ্রজননক্ষম
iii . বৃত্তাকার
নিচের কোনটি সঠিক?
মাইক্রো মৌল হলো-
i. বোরন
ii.জিংক
iii.সালফার
উদ্দীপকে উল্লেখিত চিত্রটি কোন গোত্রে
পরিলক্ষিত হয়।
উদ্দীপকে চিত্রটি যে গোত্রের অন্তর্ভুক্ত তার ক্ষেত্রে প্রযোজ্য
i. পুষ্পবিন্যাস স্পাইকলেট
ii. পরাগধানী বৃত্তাকার
iii. পাতা লিগিউলবিশিষ্ট
উদ্দীপকে রয়েছে-
i. গ্লুকোজ
ii. গ্লাইকোসাইডিক লিংকেজ
iii. বিজারণ ক্ষমতা
ম্যালেরিয়া পরজীবীর জীবন চক্রের প্রথম কোন
ধাপে হিমোজয়েন নামক বর্জ্য পদার্থ জমা হয়।
জীববিজ্ঞানের ক্লাসে শিক্ষক উল্লেখ করলেন জীবদেহে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থপাওয়া যায় যা লক ও কী মডেল অনুসরণে বিক্রিয়া ঘটিয়ে থাকে।
উদ্দীপকে উল্লিখিত পদার্থটি নিজের কোন কাজে ব্যবহৃত হয়?
উদ্দীপকে পদার্থটি
i. কলয়েড প্রকৃতির
ii. বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে
iii. বিক্রিয়ার গতিকে মন্থর করে
সুপার রাইসে নিচের কোন আকাঙ্ক্ষিত উপাদান দু'টি সংযুক্ত করা হয়েছে?
i.ক্যারোটিন
ii.ভিটামিন বি
iii.আয়রন
একটি পুষ্পপ্রতীকের অংশ হলো -
i. বৃতি, দল, পুংস্তবক ও স্ত্রীস্তবক
ii. অমরাবিন্যাস
iii. পুষ্পমুকুল পত্রবিন্যাস
উপরের চিত্রের ক্ষেত্রে প্রযোজ্য
i. 'A' তে ভাস্কুলার বান্ডল বদ্ধ প্রকৃতির
ii. 'A' তে গৌণ বৃদ্ধি ঘটে
iii. 'B' তে জাইলেম এক্সার্ক
ফার্নের প্রোথ্যালাসের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য-
i. এটি ফার্নের গ্যামিটোফাইটিক দশা
ii. এটি অ্যান্থেরিডিয়াম ও আর্কিগোনিয়াম উৎপন্ন হয়
iii. এটি স্বাধীন ও স্বভোজী দশা
এন্ডোনিউক্লিয়েজ
পলিমারেজ
লাইয়েজ
লাইগেজ
চিত্রের 'A' চিহ্নিত অংশের নাম কী?”
উদ্দীপকের 'B' চিহ্নিত্ অংশটি উন্মুক্ত হওয়ার কারণ-
i. অন্তঃঅভিস্রবণ
ii. আলোর উপস্থিতি
iii. স্টার্চ সঞ্চয়