ক্যারিওকাইনেসিসে
i. নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি পায়
ii. কোষের সংখ্যা বৃদ্ধি পায়
iii. নিউক্লিয়াসের বিভাজন ঘটে
নিচের কোনটি সঠিক?
মাইটোসিস অ্যানাফেজ এর বৈশিষ্ট্য হলো-
i. অপত্য ক্রোমোসোম সৃষ্টি
ii. অপত্য ক্রোমোসোমগুলো মেরুমুখী চলতে শুরু করা
iii. নিউক্লিওলাস ও নিউক্লিয়ার এনভেলপ উপস্থিত
ক্রোমাটিডের মেরুমুখী চলন দেখা যায়-
i. অ্যানাফেজ দশায়
ii. অ্যানাফেজ । দশায়
iii. অ্যানাফেজ
মাইটোসিসের মেটাফেজ দশায় ক্রোমোসোেমগুলো-
ⅰ. খাটো ও মোটা হয়
ii. বিষুবীয় প্লেটে থাকে
iii. মেটাকাইনেসিস ঘটে
সাইটোকাইনিসের বৈশিষ্ট্য হলো-
i. নিউক্লিয়াসের বিভাজন
ii. সাইটোপ্লাজমের বিভাজন
iii. কোষের সংখ্যা বৃদ্ধি
ইন্টারকাইনেসিসে-
i. প্রোটিন সংশ্লেষণ ঘটে
ii. DNA অনুলিপন ঘটে
iii. প্রয়োজনীয় RNA তৈরি হয়
মায়োসিস বিভাজন ঘটে-
i. হ্যাপ্লয়েড জীবের জাইগোটে
ii. উন্নত জীবের জননকোষে
iii. ডিপ্লয়েড জীবের নিষেকের আগে
মিয়োসিস কোষ বিভাজনের ফলে-
i. জীবে বৈচিত্র্যের সৃষ্টি হয়
ii. ক্ষতস্থান পূরণ করে
iii. প্রজাতির স্বকীয়তা ঠিক থাকে
মিয়োসিস কোষ বিভাজন ঘটে থাকে-
i. হ্যাপ্লয়েড উদ্ভিদের জাইগোটে
ii. ডিপ্লয়েড উদ্ভিদের দৈহিক কোষে
iii. ডিপ্লয়েড উদ্ভিদের জনন কোষে
ক্রসিংওভার ঘটে-
i. লেপ্টোটিন দশায়
ii. নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে
iii. হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে
ক্রসিং ওভার এর ক্ষেত্রে প্রযোজ্য কোনটি?
i. কায়াজমাটার সৃষ্টি হয়
ii. ক্রোমাটিড অংশের বিনিময় হয়
iii. জিনের পরিবর্তন ঘটে
ক্রসিং ওভারের প্রয়োগ ঘটে – -
i. জীবের ক্লোনিং এ
ii. ক্রোমোসোমাল ম্যাপিং এ
iii. কৃষিক্ষেত্রে
চিত্রের D পর্যায়টিতে-
i. মাইক্রোটিউবিউল তৈরির সূচনা হয়
ii. ২০ - ৩০% সময় ব্যয় হয়
iii. ATP তৈরি হয়