Cycas উদ্ভিদের --
i. আর্কিগোনিয়া উপস্থিত
ii. জাইলেম ভেসেল থাকে
iii. শুক্রাণু বহুফ্লাজেলাযুক্ত
নিচের কোনটি সঠিক?
ক্যারিওকাইনেসিসে –
i. নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি পায়
ii. কোষের সংখ্যা বৃদ্ধি পায়
iii. নিউক্লিয়াসের বিভাজন ঘটে
C4 উদ্ভিদের –
i. সালোকসংশ্লেষণ হার বেশি
ii. উচ্চ তাপমাত্রায় সালোকসংশ্লেষণ ঘটে-
iii. বান্ডলসিথের কোষের ক্লোরোপ্লাস্টে গ্রানা থাকে
একবীজপত্রী কাণ্ডে –
i. জাইলেম এন্ডার্ক
ii. অন্তঃতক অনুপস্থিত
iii. অধঃতক উপস্থিত
উদ্দীপকের চিত্র 'X' দ্বারা প্রদর্শিত ধাপটি না ঘটলে -
i. সিনোসাইটিক কোষ সৃষ্টি হবে
ii. অপত্য কোষ সৃষ্টি হবে না
iii. ভিন্ন গুণ সম্পন্ন কোষ সৃষ্টি হবে
উদ্দীপকের 'M' –
i. দ্বি-সূত্রক, ক্রোমোজোম বর্হিভূত DNA
ii. ব্যাকটেরিয়া কোষে পাওয়া যায়
iii. জিনোম সিকোয়েন্সিং এ ব্যবহৃত হয়
উদ্দীপকের চক্রে –
i. CO2 নির্গত হয়
ii. NAD বিজারিত হয়
iii. FADH2 উৎপন্ন হয়
উদ্দীপকের মনির রোগের জীবাণু—
i. মশার দেহে যৌন জনন ঘটায়
ii. লোহিত রক্ত কণিকা ধ্বংস করে
iii. পাইরোজেন ক্ষরণ করে
উদ্দীপকের অঙ্গাণু দু'টি –
i. দ্বি-স্তরী ঝিল্লি দ্বারা বেষ্টিত
ii. ADP কে ATP তে রূপান্তর করে
iii. সকল জীবকোষে বর্তমান
উদ্দীপকের নির্দেশিত 'P' ও 'Q' উভয় গোষ্ঠীর অণুজীব—
i. রোগ সৃষ্টি করে
ii. জিন প্রকৌশলে ব্যবহৃত হয়
iii. রোগের প্রতিষেধক উৎপাদনে ব্যবহৃত হয়
উদ্দীপকের চিত্র 'Q' যে উদ্ভিদকে প্রতিনিধিত্ব করে, তার-
i. পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান
ii. কোরালয়েড মূল বিদ্যমান
iii. ফুলে গর্ভাশয় বিদ্যমান
ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী ফসফোলিপিড অনুগুলি—
i. পাশে ব্যাপ্ত হয়
ii. অক্ষ বরাবর ঘুরতে সক্ষম
iii. দুই স্তরের মধ্যে স্থান পরিবর্তন করে
মায়োসিস বিভাজন ঘটে-
i. হ্যাপ্লয়েড জীবের জাইগোটে
ii. উন্নত জীবের জননকোষে
iii. ডিপ্লয়েড জীবের নিষেকের আগে
সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটায় -
প্রক্রিয়াটির 'P' ব্যবহৃত ধাপে -
i. ম্যাট্রিক্সে পানি তৈরি হয়
ii. কেমি অসমোসিস প্রক্রিয়ায় ATP তৈরি হয়
iii. মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন অংশগ্রহণ করে